রাত পোহালেই মাছ শিকারে সাগরে নামবেন উপকূলের জেলেরা

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুলাই ২০২৩, ১০:৩৩| আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১০:৫৯
অ- অ+

৬৫ দিনের নিষেধাজ্ঞার শেষ সময়ে বঙ্গোপসাগরসহ তৎসংলগ্ন নদীর মোহনায় মাছ শিকারের জন্য প্রস্তুতি নিচ্ছেন মৎস্য বন্দরগুলোসহ উপকূলের জেলেরা। জেলে পল্লীগুলোতে দেখা গেছে কর্মচাঞ্চল্য।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ঘোষিত ৬৫ দিনের সমুদ্রে নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ (২৩ জুলাই) দিবাগত রাত ১২টায়।

বঙ্গোপসাগর তৎসংলগ্ন সমুদ্রে মাছ শিকারের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় সমুদ্রে যেতে প্রস্তুত রয়েছেন জেলেরা। নিষেধাজ্ঞা চলাকালীন অনেক জেলে নতুন জাল ও নৌকা মেরামত করেছেন। এখন সমুদ্রে মাছ শিকারে যাওয়ার শেষ মুহূর্তের অপেক্ষায় আছেন তারা।

এদিকে ইলিশসহ অন্যান্য সামুদ্রিক মাছের প্রজনন মৌসুম হওয়ায় বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন নদীর মোহনায় এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এই সময়ে দেশের সামুদ্রিক জলসীমানায় সব ধরনের মৎস্য শিকার, পরিবহন ও সংরক্ষণ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে মৎস্য বিভাগ।

অভিযোগ রয়েছে, তবে সরকারের জারিকৃত এই নির্দেশনাকে উপেক্ষা করে এবার নিষেধাজ্ঞা চলাকালীন বঙ্গোপসাগরে মাছ শিকার করতে শত শত ছোট নৌকা ও ট্রলার দেখা গেছে। আর প্রকাশ্যে মাছ ক্রয়-বিক্রয়, পরিবহন করা হলেও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। হাতেগোনা কয়েকটি অভিযান পরিচালনা করা হয়েছে।

পটুয়াখালীর উপকূলীয় জেলেরা জানান, সরকার ঘোষিত ৬৫ দিনের নিষেধাজ্ঞা পালন শেষে সমুদ্রে মাছ শিকারের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। দীর্ঘদিন পরে নিষেধাজ্ঞা শেষে মৎস্য বন্দরসহ পেশাজীবী সংশ্লিষ্ট সবার মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

কুয়াকাটা উপকূলে বেশ কয়েক জন জেলের সঙ্গে কথা হলে তারা অভিযোগ করে বলেন, অবরোধকালীন সময়ে ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমানায় ঢুকে মাছ শিকার করে চলে যাচ্ছে। এ বিষয়ে প্রশাসনের কোনো ভূমিকা নেই। তবে মৎস্য বিভাগ ও নৌ পুলিশের উদাসীনতায় অতীতের সব রেকর্ড ছাড়িয়ে উপকূলের কিছু অসাধু জেলেরাও নিষেধাজ্ঞার শুরু থেকেই সমুদ্রে মাছ শিকার করে আসছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা ঢাকা টাইমসকে বলেন, গত ১৯ মে থেকে শুরু হওয়া ৬৫ দিনের অবরোধ আজ (২৩ জুলাই) দিবাগত রাত ১২ টায় শেষ হচ্ছে। উপকূলের জেলেরা সুন্দরভাবে অবরোধ সম্পন্ন করেছে এবং অতীতের তুলনায় অনেক সচেতন হয়েছেন। সকল জেলেরা এখন সমুদ্র ও তৎসংলগ্ন নদীর মোহনায় অবাধে মাছ শিকার করতে পারবে।

আরও পড়ুন: নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

তবে সমুদ্রে অবরোধ চলাকালীন ছোট কিংবা বড় কোনো ট্রলার মাছ শিকার করেনি বলে জানান ওই মৎস্য কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২৩জুলাই/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে ১৪ জন আটক
ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ
তাপপ্রবাহ থেকে সুরক্ষিত থাকতে যেসব নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর
ঢাকাসহ ৫৬ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আট জেলায় তীব্র
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা