টাঙ্গাইলে রেল ব্রিজের নিচে মিলল অজ্ঞাত যুবকের লাশ

টাঙ্গাইলের ভুঞাপুরে রেল ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুর ১২টার দিকে জামালপুর-বঙ্গবন্ধু সেতুপূর্ব রেললাইনের উপজেলার আমুলা বিলের রেল ব্রিজের নিচ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন আগে হয়ত ওই অজ্ঞাত যুবককে হত্যা করে আমুলা বিলের রেলব্রিজের নিচে মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ পঁচে গেছে। তার শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল প্রেরণ করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই ঘটনার মূল রহস্য জানা যাবে।
ঢাকাটাইমস/২৯জুলাই/এসএম

মন্তব্য করুন