ডিএসইতে প্রথম কার্যদিবসে সূচক ও লেনদেনে পতন

ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনও কমেছে। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রবিবার ডিএসইতে ৬২৬ কোটি ৮৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৫০ কোটি ২৮ লাখ টাকা কম। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৬৭৭ কোটি ১৫ লাখ টাকার।
এদিন লেনদেন হওয়া ৩২৮ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ১১৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৫৮টির।
দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৩৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৫৯পয়েন্টে।
অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭০১পয়েন্টে।
রবিবার সিএসইতে ১৭৯টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে ৪৬টির দর বেড়েছে, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির। সিএসইতে এদিন ১৫ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
(ঢাকাটাইমস/৩০জুলাই/এজে)

মন্তব্য করুন