মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
  প্রকাশিত : ৩০ জুলাই ২০২৩, ১৬:৩৪
অ- অ+

মৌলভীবাজারে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মো. মনজুর রহমান, পিপিএম (বার)।

রবিবার দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মো. মনজুর রহমান, পিপিএম (বার) ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন প্রমুখ।

উক্ত মতবিনিময় সভার সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি বকসী ইকবাল আহমেদ, সওয়োর আহমেদ, আবদুল হামিদ মাহবুব, সাবেক সহ-সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, সহ সভাপতি নূরুল ইসলাম শেফুল ও অশোক কুমার দাশ, নজরুল ইসলাম মুহিব, সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, ইমজার সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ দুলালসহ প্রমুখ।

পুলিশ সুপার মো. মনজুর রহমান আইনশৃঙ্খলার সার্বিক উন্নয়নসহ দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত জেলা গড়তে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

(ঢাকাটাইমস/৩০জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ অনুমোদন
গোপালগঞ্জে সহিংসতায় জড়িত কাউকে ছাড় নয়: ডিআইজি রেজাউল করিম
গোপালগঞ্জের ঘটনা এত পরিমাণে হবে গোয়েন্দা তথ্য ছিল না: স্বরাষ্ট্র উপদেষ্টা
শ্যামলীতে দিনদুপুরে ছিনতাই, চাপাতি, বাইকসহ গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা