যুবদল নেতা সাদিক হাসানকে দেখতে হাসপাতালে বিএনপি নেতারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৩, ২২:১১

বিএনপির ডাকা অবস্থান কর্মসূচিতে গাবতলীতে গত ২৯জুলাই পুলিশ এবং সরকারদলীয় কর্মীদের হামলায় গুরুতর আহত যুবদল নেতা সাজিদ হাসান বাবুকে বৃহস্পতিবার সন্ধ্যায় পুঙ্গ হাসপাতালে দেখতে গেছেন বিএনপি নেতারা।

নেতাদের মধ্যে ছিলেন দলের প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব, কেন্দ্রীয় বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরী।

নেতারা আহত বাবুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান।

গত ২৯ জুলাই গাবতলী অবস্থান কর্মসূচিতে বাবুকে আটক করে গাবতলী পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় পুলিশের সামনে সরকারদলীয় কর্মীরা বাবুকে হাতুড়ি এবং লাঠিসোটা দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। পরবর্তীতে হাতুড়ি দিয়ে পেটানোর ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

হাসপাতালে অন্যান্যদের মধ্যে ছিলেন ছিলেন বিএনপির সহ তথ্য ও গবেষণা সম্পাদক আমিরুল ইসলাম শিমুল, দীন ইসলামসহ যুবদলের নেতাকর্মীরা।

(ঢাকাটাইমস/০৩আগস্ট/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :