সাজানো সাক্ষী দিয়ে আদালতে শেখানো বুলি বলানো হয়েছে: মান্না

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৩, ১৯:৫০

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে ঘোষিত রায়কে ফরমায়েশি আখ্যা দিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আদালতে প্রায় ৪৯ লাখ মামলার জট থাকলেও অকল্পনীয় দ্রুত গতিতে চলা এই মামলায় রাত ৮টা-৯টা পর্যন্ত একতরফাভাবে সাজানো সাক্ষীকে দিয়ে শেখানো বুলি বলানো হয়েছে আদালতে। মাত্র সাড়ে তিন মাসে ১৬ কার্যদিবসে ৪২ জনের সাক্ষ্যগ্রহণ করে অতি দ্রুত রায় প্রমাণ করে এই মামলা কতটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমান সময়ে যখন সরকার তাদের অধীনে নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন করা সম্ভব বলে উচ্চকণ্ঠে দাবি করছে, তখন প্রধান বিরোধী দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে এই ধরনের ঘৃণ্য, প্রহসনমূলক মামলা এবং ফরমায়েশি রায় প্রমাণ করে বাংলাদেশে এই সরকারের শাসনামলে শুধু বিরোধী দল নয়, কোনো সাধারণ মানুষও নিরাপদ নয়, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন তো দূর পরাহত।

আমরা নাগরিক ঐক্যের পক্ষ থেকে এই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রতিহিংসামূলক সাজানো মামলার রায়কে প্রত্যাখ্যান করছি।

মান্না বলেন, একই সঙ্গে এই প্রত্যয়ও ঘোষণা করছি যে, এই নিপীড়নমূলক গণতন্ত্র ধ্বংসকারী স্বৈরাচারী সরকারের দ্রুত অপসারণের মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গনতন্ত্র এবং মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।

এসময় ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর এবং তাঁর সহযোগীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানান নাগরিক ঐক্যের সভাপতি। মান্না বলেন, ডাকসুর সাবেক একজন ভিপির ওপর এই ন্যাক্কারজনক হামলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, গর্বের ওপর আঘাত।

আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগের এই নারকীয় আচরণের তীব্র নিন্দা জানিয়ে মান্না বলেন, এই গণতন্ত্র ধ্বংসকারী অবৈধ স্বৈরাচার সরকার যতদিন ক্ষমতায় আছে, ততদিন দেশের কোনো মানুষ নিরাপদ নয়। হামলায় আহত নেতাকর্মীদের দ্রুত আরোগ্য কামনা করেন ডাকসুর এই সাবেক দুইবার নির্বাচিত ভিপি।

ঢাকাটাইমস/০৪আগস্ট/জেবি/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

নিখোঁজ ছাত্রদল নেতা আনিসের পরিবারকে বিএনপির আর্থিক সহযোগিতা

উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে আরও ৫২ জন বহিষ্কার

পশ্চিমারা বাংলাদেশ প্রসঙ্গে তাদের অবস্থান পরিবর্তন করেনি: মির্জা ফখরুল 

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আ. লীগের তিন দিনব্যাপী কর্মসূচি

প্রকাশ্যে ভোট: ইসিতে ক্ষমা চেয়ে দায়মুক্তি পেলেন এমপি হাফিজ

সরকারের উৎপাদন করার চেয়ে আমদানি করার চাহিদা বেশি: নজরুল ইসলাম খান

‘ফারাক্কা দিবস’ যেকোনো অধিকার আদায়ে জনগণকে উদ্বুদ্ধ করে: মির্জা ফখরুল 

বাংলাদেশকে রক্ষা করতে ঐক্যবদ্ধ আন্দোল‌নের বিকল্প নেই: দুদু

রিজার্ভ আর অবৈধ সরকারের পতন কোনোভাবেই ঠেকানো যাবে না: এবি পার্টি

ফারাক্কা দিবসের অঙ্গীকার- যৌথ নদী রক্ষায় সোচ্চার হোন: বাংলাদেশ ন্যাপ

এই বিভাগের সব খবর

শিরোনাম :