গণভবনে আ.লীগের বিশেষ বর্ধিত সভা চলছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১১:১৬ | প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৩, ১০:৪১

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে দলটির সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভা চলছে।

রবিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা শুরু হয়।

আগামী নির্বাচনের আগে তৃণমূল নেতাদের সঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এটিই হবে শেষ সভা। জাতীয় নির্বাচনের বিষয়টি সভার আলোচনায় গুরুত্ব পাবে বলে জানা গেছে।

বিশেষ বর্ধিত সভায় অংশ নিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, আওয়ামী লীগের জাতীয় কমিটি, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা, মহানগর ও উপজেলা বা থানা বা পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকদরা।

সভা পরিচালনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

(ঢাকাটাইমস/৬আগস্ট/জেএ/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :