দেশকে পাকিস্তানের বন্ধুদের হাতে তুলে দেব না: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১৪:৫৩ | প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৩, ১২:০১

‘দেশ নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। আমরা এই দেশকে পাকিস্তানের বন্ধুদের হাতে তুলে দেব না।’

রবিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।

‘বাঙালি কারো কাছে মাথা নত করে না’ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘নিজের টাকায় পদ্মা সেতু করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন, আমরাও পারি।’

তিনি বলেছেন, ‘পদ্মা সেতু ও নতুন প্রজন্মের স্বপ্নের মেট্রোরেল করে বিশ্বের কাছে নতুন করে বাংলাদেশকে পরিচয় করে দিয়েছেন শেখ হাসিনা।’

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভা পরিচালনা করছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভায় শোকপ্রস্তাব করেন দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

‘ঘাতকরা একটি পরিবারকে নিঃশেষ করার জন্য টার্গেট করেছিল’ উল্লেখ করে তিনি বলেন, ‘সেদিন রাতে ঘাতকরা একটি পরিবারকে কী নির্মমভাবে হত্যা করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে ছিলেন বলেই তিনি আল্লাহ রহমতে বেঁচে গেছেন। ঘাতকের হাত থেকে শিশু শেখ রাসেলও রক্ষা পায়নি।’

তিনি বলেন, ‘অন্ধকারের বাতিঘর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যতদিন এই পৃথিবী থাকবে, সমুদ্র থাকবে, বাংলাদেশের পতাকা উড়বে ততদিনে বাঙালির হ্নদয়ে থাকবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম।’

‘শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসেছিলেন বলেই বাংলাদেশ অন্ধকার থেকে আলোর পথে’ এমন মন্তব্য করে তিনি বলেন, ‘বাংলাদেশের সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে। শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন বলেই সুনীল সমুদ্র বিজয় হয়েছে।’

‘শেখ হাসিনা ধ্বংসের ওপর দাঁড়িয়ে সৃষ্টি করে চলছেন’ বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নিজের টাকায় পদ্মা সেতু করে শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন আমরা পারি। আমরা কারো কাছে মাথা নত করবো না শেখ হাসিনার নেতৃত্বে নতুন প্রজন্মের স্বপ্নের মেট্রোরেল- সেটাও এখন বাস্তবে। শেখ হাসিনা উন্নয়ন অগ্রগতি করে নতুন করে বিশ্বের কাছে বাংলাদেশকে পরিচয় করে দিয়েছেন।’

‘৭৫ পরবর্তী সময়ে উন্নয়নের একমাত্র নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা একটি সংকট সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি বলেন, ‘বর্তমান সময়ে মুক্তিযুদ্ধের চেতনাও হুমকির মুখে। ষড়যন্ত্রকারীরা বসে নেই। বিশ্ব সংকটে আমাদের দেশে শেখ হাসিনা একাই সামাল দিয়ে যাচ্ছেন। অনেক দেশের তুলনায় আমাদের দেশ ভালো আছে। তবে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে কিছু মানুষ সমস্যায় আছে সেটাও জানি। তবে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে যাবে।’

‘এখনো বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন করে’ বলে উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছে। তারা শেখ হাসিনাকে ভোট দিয়ে আবারও প্রধানমন্ত্রী করবেন।’

নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘শপথ নিন, প্রস্তুত হন। ষড়যন্ত্র চলছে। এদেশ পাকিস্তানের বন্ধুদের হাতে তুলে দেব না। আমাদের একমাত্র বিশ্বস্ত আস্থার ঠিকানা শেখ হাসিনা। আপনাদের কোনো ভয় নেই।’

‘ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র প্রতিহত করে আওয়ামী লীগ বিজয়ের বন্দরে পৌঁছবে’ যোগ করেন তিনি।

(ঢাকাটাইমস/০৬আগস্ট/জেএ/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :