গোপালগঞ্জে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকীর শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জে জনতার ঢল নেমেছে।
মঙ্গলবার সকালে গোপালগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব চক্ষু হাসপাতালে বঙ্গমাতার প্রতিকৃতিতে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পুলিশ সুপার আল-বেলী আফিফা ফুল দিয়ে বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা জানান।
পরে জেলা আওয়ামী লীগ, গোপালগঞ্জ পৌরসভা, টুঙ্গিপাড়া পৌরসভা, জেলা আইনজীবী সমিতি, বিসিক, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান, জেলা কারাগার, সমাজসেবা অধিদপ্তর, জেলা খাদ্য নিয়ন্ত্রক, এলজিইডি, পিডাব্লিউডি, পানি উন্নয়ন বোর্ড, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, শেখ সোহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসহ বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে ফুল দিয়ে বঙ্গমাতার প্রতি জন্মবার্ষিকীর বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল পৌনে ১১ টা পর্যন্ত চলে শ্রদ্ধা নিবেদনের পালা। ফুলে ফুলে ছেয়ে যায় বঙ্গমাতার প্রতিকৃতি।
সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
বিশেষ অতিথি বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর ও গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম।
এদিকে বেলা সাড়ে ১১ টায় শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে সেলাই প্রশিক্ষণ প্রাপ্ত দুস্থ ও অসহায় ১০৫ জন মহিলার আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেন। এছাড়াও ১২০ জন মহিলার হাতে তুলে দেয়া হয় নগদ অর্থ।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুবল আলম বলেন, সাংস্কৃতিক প্রতিযোগিতা, শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ, নগদ টাকা বিতরণ, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মসজিদ, মন্দির, উপসনালয়ে প্রার্থনার মধ্য দিয়ে বঙ্গমাতার ৯৩ তম জন্মবার্ষিকী তার নিজ জেলা গোপালগঞ্জে বিপুল উৎসাহ, উদ্দীপনা, ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
(ঢাকাটাইমস/০৮ আগস্ট/ ইএইচ)
সংবাদটি শেয়ার করুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সারাদেশ এর সর্বশেষ

ঢাকা-১৯ ও ২০ আসন: নৌকার মাঝি হলেন এনাম, বেনজীর

কিশোরগঞ্জের ৬টি আসনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

সড়কবাতির আলোয় আলোকিত হলো রাজশাহী

পাশের চেয়ে ফেল ৪ গুণ বেশি, সমালোচনার ঝড়

এইচএসসিতে রাজবাড়ীতে শ্রেষ্ঠ বহরপুর কলেজ

কাফনের কাপড় পরে লোহাগাড়ায় যুবদলের বিক্ষোভ

রাজশাহী বিভাগে নৌকার মাঝি হলেন যারা

বগুড়ার ৭টি আসনে নৌকার মাঝি হলেন যারা

বগুড়া-৪ আসনে আ.লীগের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ
