বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন জিয়া: কেন্দ্রীয় আ.লীগ নেতা মনির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৩, ১৮:৫৫

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাস্টারমাইন্ড (মূল পরিকল্পনাকারী) ছিলেন বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ উপ-কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সদস্য ও কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির পরিচালক এম মনিরুজ্জান মনির।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়ন আয়োজিত শোকসভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম মনিরুজ্জামান বলেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ড ’৭১ এর পরাজিত শক্তি ও তাদের আন্তর্জাতিক দোসরদেরই ষড়যন্ত্র ছিল। এটি ছিল সুদূরপ্রসারী ও সুপরিকল্পিত একটি গণহত্যা। এর মূল লক্ষ্য ছিল এ দেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা, মহান স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং বঙ্গবন্ধুকে চিরতরে বিলীন করে দেওয়ার ষড়যন্ত্র। বঙ্গবন্ধু হত্যাকান্ডের পরপরই পাকিস্তানি ভাবধারায় এ দেশ পরিচালিত হতে থাকে। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে পিছিয়ে দেওয়া হয়েছিল। সেখান থেকে আজকের বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। এসব কিছুই বাস্তবায়ন হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারণে। তিনি আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকায় দেশ এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতা বজায় রাখতে হলে আবারও নৌকায় ভোট দিয়ে তাকে জয়ী করতে হবে।

সাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন, যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান মৃধা, সাংগঠনিক সম্পাদক ডেজলিং তালুকদার, রিয়াজ উদ্দিন মাতুব্বর ও ইউপি চেয়ারম্যান মাইনুল হায়দার নিপু। এছাড়াও স্থানীয় ছাত্রলী, যুবলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের নিহতদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সর্বসাধারণের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন সাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খাঁন।

ঢাকাটাইমস/১৬আগস্ট/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

ছোট দেশ হওয়ায় বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র স্বাভাবিক: আমু

বাংলাদেশের গণতন্ত্রের ভক্ষক বিএনপি-জামায়াত: বাহাউদ্দিন নাছিম

জামায়াতও ডাকল দুই দিনের অবরোধ

একতরফা ভোটের মাধ্যমে গণতান্ত্রিক বিশ্ব থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে: গণতন্ত্র মঞ্চ

শেখ হাসিনার সঙ্গে গণভবনে বৈঠকে ১৪ দলের নেতারা

আওয়ামী লীগ খেল-তামাশার হঠকারী নির্বাচন নিয়ে উল্লাস করছে; এবি পার্টি

সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রাখলে বিএনপির ধ্বংস অনিবার্য: হানিফ

শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীতে আ.লীগের কর্মসূচি

অবরোধের সমর্থনে মহাখালীতে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের নেতৃত্বে মিছিল

সৈয়দ ইব্রাহিম রনক বাংলাদেশ এলডিপির সিনিয়র সহ-সভাপতি

এই বিভাগের সব খবর

শিরোনাম :