ছাত্রদলের ৬ নেতাকে ‘তুলে নেওয়ার’ অভিযোগ, সন্ধান দাবি

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৯ আগস্ট ২০২৩, ১৬:২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানসহ আরও পাঁচ নেতাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয ছাত্রদল। শনিবার (১৯ আগস্ট) এক বিবৃতিতে এই অভিযোগ এনে আটকদের দ্রুত সন্ধানের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে ছাত্র সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, ‘গতকাল শুক্রবার (১৮ আগস্ট) সকাল থেকে ঢাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান এর কোন সন্ধান পাওয়া যাচ্ছিলো না। আমরা জানতে পারি ডিবি পুলিশ পরিচয়ে একদল লোক তাকে উঠিয়ে নিয়ে যায়। তার কোন সন্ধান না পেয়ে ছাত্রদল কেন্দীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, ঢাবি ছাত্রদলের সহ-সভাপতি মোঃ হাসানুর রহমান, অমর একুশে হল শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রিয়াদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ একত্রে জিসান কে খুজতে তার বাসায় যায়। তখন ডিবি পুলিশ তাদেরকেও ধরে নিয়ে যায়।’

বিবৃতিতে নেতাকর্মীদের গণমাধ্যমের সামনে হাজির করার দাবি জানিয়েছে সংগঠনটি।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/এসকে/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :