উন্নয়নের অগ্রযাত্রায় অংশীদার বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র, দিনাজপুর

চন্দন মিত্র, দিনাজপুর
| আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১৮:৩৮ | প্রকাশিত : ২২ আগস্ট ২০২৩, ২০:০২

বিআরটিসির বর্তমান চেয়ারম্যান গত ৭/০২/২০২১ ইং তারিখে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)’তে যোগদান করেন। যোগদান পরবর্তী বিগত ২ বছর ৬ মাসে সারা বাংলাদেশের বিআরটিসির বিভিন্ন ডিপো/প্রশিক্ষণ ইনস্টিটিউট/কেন্দ্রের অবকাঠামোগত যে ব্যাপক উন্নয়ন হয়েছে সে ধারাবাহিকতায় বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র, দিনাজপুরও পিছিয়ে নেই। চেয়ারম্যান যোগদান করার পরেই বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনকে (বিআরটিসি)’ আধুনিক, যুগোপযোগী ও দৃষ্টিনন্দন করার লক্ষ্যে সকল ডিপো/ইউনিট প্রধানকে ২১ দফা নির্দেশনা বাস্তবায়নের জন্য নির্দেশ প্রদান করেন। এছাড়াও চেয়ারম্যানের মূল লক্ষ্য “আয় বৃদ্ধি, ব্যয় সংকোচন ও যাত্রী সেবার মান উন্নয়ন” নিয়ে কাজ করে যাওয়া। সে লক্ষ্যে বিগত ২ বছর ৬ মাসে বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র, দিনাজপুরের ২.৪৩ একর জায়গা জুড়ে হয়েছে অবকাঠামোগত উন্নয়ন। দিনাজপুর ডিপোটির যাত্রা শুরু হয় গত ১ ফেব্রুয়ারি ২০১৬ সালে। বিগত ৫ বছরের আগের চিত্রের সাথে বর্তমান চেয়ারম্যান যোগদানের পরের চিত্রের মধ্যে অনেক পার্থক্য পরিলক্ষিত হয়। যেখানে দেখা যাচ্ছে গত ২ বছর ৬ মাস আগে ডিপোর সকল ভবন ছিল জরাজীর্ণ, ইউনিট প্রধানের এক রুম ব্যতীত আর একটি মাত্র রুমে ডিপোর সকল শাখার কার্যক্রম চলমান ছিল। ২.৪৩ একর জায়গার মধ্যে প্রায় অর্ধেক জায়গা জুড়ে জঙ্গল এবং ময়লা আবর্জনা দিয়ে ভর্তি ছিল। বর্তমান চেয়ারম্যানের যোগদানের পর নির্মিত হয় দৃষ্টিনন্দন প্রবেশদ্বার, ডিপোর চলমান সকল বাস ভালভাবে রাখার জন্য নির্মিত হয় ইয়ার্ড, বাস পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য তৈরি করা হয় র‌্যাম্প। ড্রাইভিং প্রশিক্ষণের জন্য নির্মিত হয় অত্যাধুনিক ড্রাইভিং ট্র্যাকসহ জিগ-জ্যাগ টেস্টের মাঠ।

এছাড়াও ডিপোর সকল শাখার কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য জরাজীর্ণ রুমগুলোকে নতুনভাবে সংস্কার করে আসবাবপত্রের ব্যবস্থাসহ প্রত্যেক শাখার জন্য আলাদা রুম বরাদ্দ দেওয়া হয়। যাত্রী সাধারণের বসার জন্য নির্মাণ করা হয় উন্নতমানের যাত্রী ছাউনী। উন্নতমানের যাত্রী ছাউনীর জন্য যাত্রী সাধারণের দুর্ভোগ কমেছে সেই সাথে যাত্রী সেবার মানও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র, দিনাজপুরে চেয়ারম্যানের দিক-নির্দেশনায় চলমান বাসের সংখ্যা ২০টি। ৫ টি ট্রেনিং কার ও ১ টি ট্রেনিং ট্রাক দিয়ে বিভিন্ন স্তরের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। চেয়ারম্যানের স্লোগান ‘‘আয় বৃদ্ধি, ব্যয় সংকোচন ও যাত্রী সেবার মান উন্নয়ন” কে সামনে রেখে অত্র ডিপোর সকল কর্মকর্তা/কর্মচারী কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। অর্থ মন্ত্রণালয়ের অধীনে BRTC-SEIP প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে প্রতি চার মাস অন্তর অন্তর সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাস রুমে ১৫০ জনকে মোটরযান-রক্ষণাবেক্ষণ ও ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান, যাতায়াত ভাতা, প্রশিক্ষণ সনদ প্রদানসহ ড্রাইভিং লাইসেন্স প্রদানে সহায়তা করা হয়। পাশাপাশি পেশাদার ও অপেশাদার সকল শ্রেণীর মানুষের জন্য বেসিক ড্রাইভিং প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অত্র ডিপোর ম্যানেজার (অপারেশন) জনাব প্রশান্ত কুমার বসাকের সাথে কথা বলে আরো জানা যায় যে, বর্তমান চেয়ারম্যান যোগদানের পূর্বে অত্র ডিপোতে নিয়মিতভাবে প্রতি মাসের ০১ (এক) তারিখে বেতন-ভাতা পরিশোধ করা হতো না, পাশাপাশি পরিশোধ হতো না সিপি ফান্ড, ছুটি নগদায়নসহ গ্র্যাচুইটির অর্থ। কিন্তু বর্তমান চেয়ারম্যানের নির্দেশনা মোতাবেক দৈনিক মজুরি ভিত্তিক কারিগর ও পরিছন্নতা কর্মীসহ ডিপোর সকল কর্মকর্তা/কর্মচারীর বেতন-ভাতা নিয়মিতভাবে প্রতি মাসের ০১ তারিখে প্রদান করাসহ প্রতি ০৩ (তিন) মাস অন্তর অন্তর প্রদান করা হচ্ছে সিপি ফান্ড, ছুটি নগদায়নসহ গ্র্যাচুইটির অর্থ। বর্তমান চেয়ারম্যানের নির্দেশনায় দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকা কল্যাণ তহবিল হতে অনুদান ও শিক্ষা তহবিল হতে শিক্ষা সহায়ক ভাতা পুনরায় বিআরটিসিতে চালু হয়েছে। চালক ও কারিগরদের দক্ষতা বৃদ্ধির জন্য বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র, দিনাজপুরসহ বিআরটিসির অন্যান্য প্রশিক্ষণ ইনস্টিটিউট/কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহনের জন্য প্রেরণ করা হয়। অত্র ডিপোতে যে বাসগুলো দীর্ঘসময় অকেজো অবস্থায় বসা ছিল বর্তমান চেয়াম্যানের নির্দেশনায় সেই বাসগুলো ভারী মেরামত করে পুনরায় বহরে যুক্ত করা হয়েছে। বাসগুলোতে গুণগত মানসম্পন্ন যন্ত্রাংশ ও টায়ার সংযোজন করা হচ্ছে এবং আগের তুলনায় বাসগুলো দৃষ্টিনন্দন করা হয়েছে। ডিপোর চলমান বাস বহর হতে কাঙ্ক্ষিত রাজস্ব অজর্নের জন্য VTS-এর মাধ্যমে প্রতিনিয়ত বাসগুলো ট্র্যাকিং করা হচ্ছে। এছাড়াও ডিপোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি আইপি বেজড সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। বর্তমান চেয়ারম্যানের বিচক্ষণতা ও দূর-দর্শীতার ফলে বিআরটিসি যে লক্ষ্যে ধাবিত হচ্ছে তা পুরোপুরি বাস্তবায়ন করার জন্য এবং আয় বৃদ্ধি, ব্যয় সংকোচন ও যাত্রী সেবার মান উন্নয়নে বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র, দিনাজপুর এর সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।

ঢাকাটাইমস/২২আগস্ট/এআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :