ব্রহ্মপুত্রে স্টিল আর্চ সেতু নির্মাণ শুরু সেপ্টেম্বরে

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ আগস্ট ২০২৩, ২৩:২৯
সিডনি হারবারের মতো সেতু হবে ব্রহ্মপুত্রের ওপর

দেশের প্রথম দৃষ্টিনন্দন আর্চ স্টিল সেতু হচ্ছে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে। তিন হাজার ২৬৩ কোটি টাকা ব্যয়ে সেতুর নির্মাণ কাজ শুরু হবে চলতি বছরের সেপ্টেম্বর মাসে। এই সেতুর ফলে যানজট নিরসনের পাশাপাশি বিভাগের চারটিসহ আশপাশের কয়েকটি জেলায় অর্থনৈতিক কর্মকান্ডে প্রসার ঘটবে। ২০২৫ সালের জুনে সেতুর কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

অস্ট্রেলিয়ার সিডনি হারবার আদলে দৃষ্টিনন্দন স্টিল আর্চ সেতুর বিশিষ্টতা হচ্ছে নদের দুপাশে পিলার থাকলেও মাঝে কোনো পিলার থাকবে না। দুপাড়ে দুটি পিলারের ওপর দাঁড়িয়ে থাকবে সেতুটি। বুধবার এসব তথ্য জানান সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শওকত আলী।

সড়ক ও জনপথ অধিদপ্তরের সূত্র জানিয়েছেন, ময়মনসিংহ নগরীর কেওয়াটখালীতে ব্রহ্মপুত্র নদের ওপর হবে দীর্ঘ স্টিলআর্চ সেতু। মূল সেতুটি হবে ১ হাজার ১০০ মিটার। এর মধ্যে স্টিল আর্চ পদ্ধতির হবে ৩২০ মিটার। বাকিটুকু হবে পিসিআই গার্ডার পদ্ধতিতে। এছাড়া সংযোগ সড়কটি মূল সেতুর সঙ্গে মিলিত হওয়ার আগেই থাকবে ২৫০ মিটার রেলওয়ে ওভারপাস। এতে ২০২ মিটার র‌্যাম্পসহ ভারী যান চলাচলের জন্য চারটি এবং মোটরসাইকেল ও হালকা যান চলাচলের জন্য দুটিসহ মোট ছটি লেন থাকবে। প্লাজা ও বিশ্রামাগারসহ বিভিন্ন ধরনের অবকাঠামো নির্মাণ করা হবে। সেতুটির পাশে হবে একটি ওয়াচ টাওয়ার। থাকবে দৃষ্টিনন্দন পার্ক। সড়কে চালক ও দর্শনার্থীদের জন্য রাখা হবে নানা ব্যবস্থা। সেতুটি নির্মানে দুটি বিদেশী প্রতিষ্ঠানকে পরার্মশক হিসেবে নিয়োজিত করা হয়েছে। যারা কেওয়াটখালী সেতুর নির্মান সময়ে নির্মাণকাজের তদারকিও করবে।

সেতুটি নির্মান হলে ময়মনসিংহ সদরসহ নেত্রকোনার বিজয়পুর, শেরপুর জেলার নাকুগাঁও, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট এবং জামালপুর জেলার ধানুয়াÍকামালপুরের মতো গুরুত্বপূর্ণ স্থলবন্দরগুলোর সঙ্গে রাজধানী ঢাকার নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। এছাড়া ব্রহ্মপুত্রের উপর বিদ্যমান শম্ভুগঞ্জ সেতুর যানজট নিরসনের পাশাপাশি এ অঞ্চলের ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চলগুলোর সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থা সুগম হবে। ব্রহ্মপুত্র নদের ওপারে প্রস্তাবিত নতুন ময়মনসিংহ বিভাগীয় শহরের সঙ্গে বর্তমান পুরাতন ময়মনসিংহ শহরের যোগাযোগ স্থাপনে এ সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নুরুল আমীন কালাম বলেন, দেশের প্রথম দৃষ্টিনন্দন আর্চ স্টিল সেতু হচ্ছে ব্রহ্মপুত্র নদে এতে ময়মনসিংহবাসী অত্যন্ত আনন্দিত। প্রকল্পের সময়ের মধ্যে মানসম্মতভাবে সেতুটি নির্মান শেষ হউক এটিই নাগরিকদের প্রত্যাশা।

ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহÍসভাপতি শংকর সাহা বলেন, সেতুটি নির্মাণ হলে যাটজটের ভোগান্তিতে থেকে মুক্তি মিলবে। পাশাপাশি পন্য পরিবহনসহ নানা ভাবে সবচেয়ে সুফল পাবেন ব্যবসায়ীরা।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু জানান, ব্রহ্মপুত্র নদে নতুন করে কেওয়াটখালি সেতু নির্মাণ হলে এই জনপদের চিত্রপট একেবারেই বদলে যাবে। এই সেতুকে কেন্দ্র করে ব্যাপক উন্নয়ন হবে। ব্যবসায়ীসহ স্থানীয় জনগণ এর ব্যাপক সুফল পাবে।

উল্লেখ্য, ২০২১ সালের ২৪ আগস্ট জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ‘ময়মনসিংহে কেওয়াটখালি সেতু নির্মাণ’ নামে অনুমোদন পায় প্রকল্পটি।

ঢাকাটাইমস/২৩আগস্ট/আরকেএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :