রাতে বিয়ে, ভোরে সড়ক দুর্ঘটনায় বরের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ আগস্ট ২০২৩, ১২:৩৮| আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ১৩:০৮
অ- অ+

হাতে এখনও মেহেদীর রং শুকাইনি। নববধূ জেমি আক্তারকে রাতে বিয়ে করে ঘরে নিয়ে আসেন জাকারিয়া। ভোরে নতুন বউয়ের জন্য বাজার করতেও যান তিনি। কিন্তু কে জানত, এই যাওয়াই শেষ যাওয়া। না ফেরার দেশে পাড়ি জমাবে জাকারিয়া। জাকারিয়ার এমন আকস্মিক মৃত্যু নাড়া দিয়েছে মা-বাবা, স্ত্রী ও পাড়া প্রতিবেশীর হৃদয়ে। শোকে মাতম গ্রামজুড়ে। এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বাড়াইল কুটিপাড়া গ্রামে।

মঙ্গলবার সকালে বগুড়া জেলার কাহালু উপজেলার বারোমাইল নামক এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় জাকারিয়ার মৃত্যু হয়েছে।

নিহত জাকারিয়া ক্ষেতলাল উপজেলার বড়াইল কুঠিপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, জাকারিয়া পেশায় একজন টাইলস মিস্ত্রি ছিলেন। সোমবার রাতে পারিবারিকভাবে ক্ষেতলালের বুড়াইলের গ্রামের আব্দুর রহিমের মেয়ে জেমি আক্তারের সঙ্গে বিবাহ সম্পন্ন করে রাতেই বউ নিয়ে বাড়ি ফেরেন। ভোরে নতুন বউয়ের জন্য বাজার করতে দুপঁচাচিয়া যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান তিনি।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ওই যুবক মোটরসাইকেল নিয়ে বারোমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মারা যান।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফরিদপুরে দেড় লাখ টাকায় ‘বিক্রি হওয়া’ সেই শিশু উদ্ধার
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করল ইসি
ঝিকরগাছায় পুকুরে ডুবে শিশুর মৃত্য
পরমাণু যুদ্ধের হুমকি সহ্য করবে না ভারত: মোদি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা