বোরহানউদ্দিনে পোস্ট অফিসের জায়গায় কাপড়ের দোকান বসিয়ে চাঁদা আদায়

ভোলার বোরহানউদ্দিনে পোস্ট অফিসের সামনে দীর্ঘদিন যাবত ৩০ থেকে ৩২টি কাপড়ের দোকান বসিয়ে চাঁদাবাজি করার অভিযোগ পাওয়া গেছে পৌর বাজারের ইজারাদার আবু কালামের বিরুদ্ধে। তবে এসব বিষয়ে কিছুই জানে না উপজেলা পোস্ট মাস্টার।
জানা গেছে, উপজেলা পোস্ট অফিসের সামনের সারি অবৈধভাবে দখল করে প্রায় ৭-৮ বছর যাবত ৩০ থেকে ৩২টি কাপড়ের দোকান বসিয়ে ভাড়া নিচ্ছেন বাজারের ইজারাদার। প্রতি দোকান থেকে দিনপ্রতি ৫০ থেকে ৭০ টাকা ভাড়ার নাম করে চাঁদা উত্তোলন করার অভিযোগ রয়েছে ইজারাদার মো. আবুল কালামের বিরুদ্ধে।
এ ব্যাপারে অভিযুক্ত পৌর বাজারের ইজারাদার আবুল কালাম বলেন, আমরা কাপড়ের দোকান থেকে দিন হিসাবে কিছু টাকা উত্তোলন করছি। এটা দীর্ঘ সময় ধরে চলছে। তবে পোস্ট অফিস চাইলে যে কোনো সময় ভেঙে দিতে পারেন।
এ ব্যাপারে উপজেলা পোস্ট মাস্টার ইকবাল জাফর বলেন, আমি এ বছর জানুয়ারিতে যোগদান করেছি। কে এই দোকান দিয়ে টাকা উত্তোলন করছে এ ব্যাপারে আমার কিছু জানা নেই।
জেলা পোস্ট অফিস ইন্সপেক্টর মো. এমরান হোসেন বলেন, বাউন্ডারি দেয়াল না থাকায় অবৈধভাবে পোস্ট অফিসের জমিতে কাপড়ের দোকান গড়ে উঠেছে। এতে পোস্ট অফিসের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার রায়হান উজ্জামান জানান, জায়গাটি পোস্ট অফিসের কি না বিষয়টি দেখে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
(ঢাকাটাইমস/২৯ আগস্ট/ইএইচ)

মন্তব্য করুন