বোরহানউদ্দিনে পোস্ট অফিসের জায়গায় কাপড়ের দোকান বসিয়ে চাঁদা আদায়

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ আগস্ট ২০২৩, ১৫:২৬| আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ১৫:৪২
অ- অ+

ভোলার বোরহানউদ্দিনে পোস্ট অফিসের সামনে দীর্ঘদিন যাবত ৩০ থেকে ৩২টি কাপড়ের দোকান বসিয়ে চাঁদাবাজি করার অভিযোগ পাওয়া গেছে পৌর বাজারের ইজারাদার আবু কালামের বিরুদ্ধে। তবে এসব বিষয়ে কিছুই জানে না উপজেলা পোস্ট মাস্টার।

জানা গেছে, উপজেলা পোস্ট অফিসের সামনের সারি অবৈধভাবে দখল করে প্রায় ৭-৮ বছর যাবত ৩০ থেকে ৩২টি কাপড়ের দোকান বসিয়ে ভাড়া নিচ্ছেন বাজারের ইজারাদার। প্রতি দোকান থেকে দিনপ্রতি ৫০ থেকে ৭০ টাকা ভাড়ার নাম করে চাঁদা উত্তোলন করার অভিযোগ রয়েছে ইজারাদার মো. আবুল কালামের বিরুদ্ধে।

এ ব্যাপারে অভিযুক্ত পৌর বাজারের ইজারাদার আবুল কালাম বলেন, আমরা কাপড়ের দোকান থেকে দিন হিসাবে কিছু টাকা উত্তোলন করছি। এটা দীর্ঘ সময় ধরে চলছে। তবে পোস্ট অফিস চাইলে যে কোনো সময় ভেঙে দিতে পারেন।

এ ব্যাপারে উপজেলা পোস্ট মাস্টার ইকবাল জাফর বলেন, আমি এ বছর জানুয়ারিতে যোগদান করেছি। কে এই দোকান দিয়ে টাকা উত্তোলন করছে এ ব্যাপারে আমার কিছু জানা নেই।

জেলা পোস্ট অফিস ইন্সপেক্টর মো. এমরান হোসেন বলেন, বাউন্ডারি দেয়াল না থাকায় অবৈধভাবে পোস্ট অফিসের জমিতে কাপড়ের দোকান গড়ে উঠেছে। এতে পোস্ট অফিসের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার রায়হান উজ্জামান জানান, জায়গাটি পোস্ট অফিসের কি না বিষয়টি দেখে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২৯ আগস্ট/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ক্লাব বিশ্বকাপে ১৫ হাজার আর্জেন্টাইন সমর্থক নিষিদ্ধ
বিদেশ যেতে দেওয়া হল না পার্থর স্ত্রীকে
ট্রাম্পকে স্বাগত জানালেন সৌদি যুবরাজ সালমান, বিনিয়োগ বাড়িয়ে ১ ট্রিলিয়ন করার অনুরোধ
দুদকের মামলায় দণ্ডের বিরুদ্ধে ডা. জুবাইদার আপিল গ্রহণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা