বগুড়ায় ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

বগুড়ায় ১০ বোতল ফেনসিডিলসহ মোহাম্মদ রিয়াদ নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
বৃহস্পতিবার দিবাগত রাতে সদরের গোকুল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে রংপুর-ঢাকা মহাসড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রিয়াদ (৩৯) মুন্সিগঞ্জের শ্রীনগর থানার দেইলভোগ গ্রামের বাবুলের ছেলে।
বৃহস্পতিবার সকালে প্রেস বিজ্ঞতিতে বিষয়টি নিশ্চিত করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়া।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়ার অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) আব্দুর রাজ্জাকের নির্দেশনায় সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার তাপস সরকার ও সহকারী পুলিশ সুপার একেএম খালেকুজ্জামান পিপিএমের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করে ১০ বোতল ফেন্সিডিলসহ মোহাম্মদ রিয়াদ নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
(ঢাকাটাইমস/৩১ আগস্ট/ইএইচ)

মন্তব্য করুন