বিয়ের দিন মেসের কক্ষে মিলল বরের লাশ

কনের জন্য লাল বেনারসি শাড়ি ছাড়াও বিভিন্ন ধরনের অলঙ্কারসহ আনুষাঙ্গিক সবকিছুই গোছানো ছিল। সম্পন্ন ছিল বিয়ের সকল প্রস্তুতি। অপেক্ষা শুধু কনের বাড়িতে বর সেজে যাওয়া। বর ময়মনসিংহের নান্দাইলের কাটলিপাড়া মাতারবাড়ি গ্রামের মো. ইব্রাহিমের ছেলে মাজহারুল ইসলাম (২৪)। কিন্তু বর সেজে কনের বাড়িতে যাওয়া হলোনা মাজহারুলের।
শুক্রবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে হাজীবাড়ি কলোনির একটি মেস থেকে বিয়ের দিন শুক্রবার ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্বার করে সেখানকার থানা পুলিশ।
পরিবার সূত্রে জানা যায়,গত প্রায় দুই বছর আগে ওয়ালটন কোম্পানিতে চাকরি নেন মাজহারুল। গাজীপুরের কালিয়াকৈরে ছিল তার কর্মস্থল। সেখানের হাজীরবাড়ি কলোনিতে ভাড়া মেসে থাকতেন তিনি। গত সপ্তাহে ছুটি নিয়ে বাড়িতে আসেন মাজহারুল ইসলাম। পরে পরিবারের সম্মতি নিয়ে কনে দেখতে উপজেলার শেরপুর ইউনিয়নের একটি গ্রামে। সেখানে কনে দেখে পছন্দের পর মাজহারুলের মতামত নিয়ে শুক্রবার বিয়ের দিন তারিখ ধার্য করা হয়। এর মধ্যে গত বুধবার বেলা ১১টার দিকে মাজহারুল বিয়ের বাজারসহ সকল কেনাকাটা শেষ হয়েছে কিনা তার খোঁজও নেয়। পরে রাত ১২টার দিকে মায়ের সঙ্গে কথাও হয় তার। বৃহস্পতিবার দুপুরে বাড়ির দিকে রওনা হওয়ার কথা জানায় মাকে।
মাজহারুলের বড় ভাই আনসারুল ইসলাম জানান, শুক্রবার বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আমরা বাড়িতে নতুন বউ তুলে নিয়ে আসবো। এরিমধ্য মাজহারুল ফের কর্মস্থলে গিয়ে গুছগাছ করে বাড়িতে আগের দিন রাতে আসার কথা জানায়। কিন্তু তার আর বাড়ি আসা হলো না। বারবার ফোন দেওয়ার পরেও কোনো সাড়া না পাওয়ায় শুক্রবার দিন পরিবারের লোকজন মাজহারুলের কর্মস্থলে যান। সেখানে গিয়ে সন্ধান করে দেখতে পান কর্মস্থলের কাছে ভাড়া মেসের ভেতর ফাঁসিতে ঝুলে আছে মাজহারুল ইসলাম।
খবর পেয়ে পুলিশ গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পায় মাজহারুলের দেহ বিছানার ওপর ফাঁসিতে ঝুলে আছে। তার দুই পা বিছানায় লাগানো ছিল। পাশেই একটি বড় ব্যাগে নিজের কাপড়-চোপড় ছাড়াও রয়েছে বিয়ের আরও বাজার। এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
(ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/এআর)

মন্তব্য করুন