পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিনামূল্যে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের উদ্বোধন

ঢাকা টাইমস ডেস্ক
| আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০২ | প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০১

রোটারি ক্লাব অফ গুলশান ওয়ান এবং নাছিমা এনাম ফাউন্ডেশনের উদ্যোগে পিছিয়ে পড়া পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে তথ্যপ্রযুক্তি (ফ্রিল্যান্সিং) প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে রবিবার। সমাজের সুবিধাবিঞ্চত মানুষের জন্য রোটারি আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন কর্মকাণ্ডের অংশ হিসেবে রোটারি ক্লাব অফ গুলশান ওয়ান ২০২৩-২৪ রোটারী বর্ষে ৩ টি ব্যাচে ৪৫ জনকে প্রশিক্ষনের পরিকল্পনা করেছে।

তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠান আইসিটি ক্যারিয়ার এর প্রধান কার্যালয়ে বছরব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮৩ এর গভর্নর নমিনি রোটারীয়ান মোঃ শহীদুল বারী। এ সময় আরো উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ গুলশান ওয়ান এর প্রেসিডেন্ট ব্যারিস্টার মাশিহা ইশরাত, চার্টার প্রেসিডেন্ট খালেদ ফয়সাল রহমান, প্রেসিডেন্ট ইলেক্ট হেমায়েত উদ্দীন হিমু, নাছিমা এনাম ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও দৈনিক অর্থনীতির কাগজ এর নির্বাহী সম্পাদক এহছান খান পাঠান, আইসিটি ক্যারিয়ার এর নির্বাহী পরিচালক ও নাছিমা এনাম ফাউন্ডেশন এর সম্পাদক সাবিনা ইয়াসমিন।

রোটারি ক্লাব অফ গুলশান ওয়ান এর অন্যান্য সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট তানভীর আহমেদ, পাস্ট প্রেসিডেন্ট ফারুক আহমেদ, পাস্ট প্রেসিডেন্ট সাজ্জাদ উল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট আতাউর রহমান সরকার, সেক্রেটারী রাজিব উদ দৌলা খান, রোটারিয়ান নাসরিন জলি, রোটারিয়ান কানিজ ফাতিমা, রোটারিয়ান নাসির উদ্দীন দিদার, রোটারিয়ান ইমাম হাসান, রোটারিয়ান সুমন হাওলাদার, রোটারিয়ান খায়রুজ্জামান সবুর , রোটারিয়ান নাঈম উদ্দীন ইমন।

পিছিয়ে পড়া পাহাড় ও সমতলের আদিবাসী শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে তথ্যপ্রযুক্তি (ফ্রিল্যান্সিং) প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম দফায় ৪ মাস মেয়াদী এই প্রশিক্ষণ প্রদানের ১৫ জনকে চূড়ান্তভাবে নির্বচন করা হয়। প্রথম দফায় সুযোগপ্রাপ্তদের তালিকা : ঢাকা বিশ্ববিদ্যালয় এর বাংলা বিভাগের সুমন্ত ত্রিপুরা, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রীতিময় ত্রিপুরা, শান্তি ও সংঘর্ষ বিভাগের ক্লিনটন ত্রিপুরা, সমাজ বিজ্ঞান বিভাগের রবি ত্রিপুরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাগর ত্রিপুরা, ফিন্যান্স বিভাগের রাও রিং ম্রো, বায়ো কেমিস্ট্রি বিভাগের জুয়েল তঞ্চদ্যা। ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের গুনীজন ত্রিপুর আদি, কলেজ অব হোম ইকোনমিক এর আর্ট এন্ড ক্রিয়েটিভ বিভাগের বেবী মনি ত্রিপুরা। ইডেন কলেজের জয়ন্তী চাকমা (ইাতহাস বিভাগ), ইউক্রেন মারমা (ইাতহাস বিভাগ), টগর ত্রিপুরা (ইাতহাস বিভাগ), বৈশাখী হাজং (ইাতহাস বিভাগ), অর্পিতা ত্রিপুরা (গনিত বিভাগ), সুরভী হাজং (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ) ।

উল্লেখ্য, সরকারের সমাজসেবা অধিদফতরের নিবন্ধিত প্রতিষ্ঠান নাছিমা এনাম ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান আইসিটি ক্যারিয়ার দেশের আর্থসামাজিক উন্নয়নের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন সেক্টরের বিশেষায়িত বিষয়ের ওপর ২০০৪ সাল থেকে প্রশিক্ষণ প্রদান করে আসছে।

(ঢাকাটাইমস/০৩সেপ্টেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :