মনোনয়ন চূড়ান্তের আগেই মমতাজকে নৌকার প্রার্থী ঘোষণা করে ভোট চাইলেন উপজেলা আ.লীগ নেতা

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৯ | প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ২৩:২৮

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে। এমন ইঙ্গিত দিয়েছে নিবার্চন কমিশন- ইসি। এই নির্বাচনে প্রার্থী হিসেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ এখনও তাদের প্রার্থী চূড়ান্ত করেনি।

কিন্তু এরই মধ্যে বুধবার মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর-সদর আংশিক) আসনে বর্তমান সংসদ সদস্য মমতাজ বেগমকে নৌকার প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে তার জন্য নৌকা মার্কায় ভোট চেয়েছেন সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মো. শহিদুর রহমান (ভিপি শহিদ) তার ফেসবুক আইডিতে নৌকা প্রতীকের ছবি ব্যবহার করে ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে জনাব মমতাজ বেগম এমপিকে নৌকা মার্কায় ভোট দিন’ লিখে পোস্ট দেন।

এই পোস্টে মমতাজের সমর্থকরা উৎফুল্ল হলেও বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় ওই আসনের আওয়ামী লীগের অন্যান্য মনোনয়নপ্রত্যাশী ও তার কর্মী-সমর্থকদের মধ্যে। অনেকেই বলেন, এই পোস্টের কারনে দলীয় কোন্দল আরও বাড়বে।

এ ব্যাপারে মো. শহিদুর রহমান (ভিপি শহিদ) বলেন, ‘বিভিন্ন সময় মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া গ্রিন সিগন্যালের ভিত্তিতে আমার ভেরিফাইড ফেসবুক আইডিতে এ পোস্ট দিয়েছি।’

অপরদিকে, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দেয়া এ পোস্ট নিয়ে বিরুপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অন্যান্য মনোনয়নপ্রত্যাশী ও দায়িত্বশীল নেতারা।

সিংগাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম বলেন, ‘নৌকার মনোনয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। এমপি মমতাজ কানাডাতে অবস্থান করছেন। এই মূহুর্তে এমন পোস্ট জনগণকে বিভ্রান্ত করা ছাড়া কিছুই না।’

মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সিংগাইর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সদস্য মুশফিকুর রহমান খান হান্নান বলেন, ‘মনোনয়ন দেবেন শেখ হাসিনা। সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত উপেক্ষা করে কেউ যদি এটা করে, তবে তা জাতীয় শৃঙ্খলাবিরোধী কাজ হিসেবে গণ্য হবে।’

মনোনয়নপ্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলু বলেন, ‘নির্বাচন এখনও আরো চার মাস বাকি। যারা এ ধরনের অপপ্রচার চালান তারা জনগণের সাথে প্রতারণা করছেন। আওয়ামী লীগের একটি পার্লামেন্টারি বোর্ড আছে। সেই বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনিই একমাত্র দলের পক্ষ থেকে মনোনয়ন দেবেন।’

এ ব্যাপারে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম কানাডায় অবস্থান করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

(ঢাকাটাইমস/০৬সেপ্টেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :