মাদারীপুরে খাবারের সন্ধানে লোকালয়ে হনুমান

মাদারীপুর প্রতি‌নি‌ধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩৫
অ- অ+

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার লোকালয়ে খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে একটি মুখপোড়া হনুমান। কয়েক দিন ধরে বড় আকারের হনুমানটি লোকালয়ে দেখা যাচ্ছে। কখনো গাছে, আবার কখনো দোকানের ও বাড়ির ছাদে, দেয়ালে ঘোরাফেরা করছে হনুমানটি। এটি দেখতে ভিড় করছেন উৎসুক লোকজন।

এদিকে উৎসুক জনতা হনুমানটিকে খাবার দিচ্ছে। হনুমানও খাবার খেয়ে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে।

পৌর এলাকার ভূরঘাটা বাজারের ব্যবসায়ী দবির মোল্লা বলেন, শুক্রবার সকালে হনুমানটি আমাদের বাজার এলাকায় অবস্থান করছিল। আমি তখন ওই ক্ষুধার্ত হনুমানকে খাবার দিয়েছি।

স্থানীয় শিক্ষক লোপা রহমান বলেন, বৃহস্পতিবার বিকালে হনুমানটিকে পূয়ালী এলাকায় একটি বাসার ছাদে দেখা গেছে। এ সময় অনেকেই হনুমানটিকে কলা, পাউরুটি, বিস্কুট খেতে দেন। মুখপোড়া হনুমানটি এক সপ্তাহ ধরে ভূরঘাটা, পূয়ালী, রেন্ডিতলাসহ বিভিন্ন এলাকায় ঘুরছে। বন্য প্রাণী হঠাৎ লোকালয়ে চলে আসায় উৎসুক জনতা দেখতে ভিড় করছেন। তবে মুখপোড়া হনুমানটি যখন যাদের বাড়ির ছাদে অবস্থান করে, তখন তারা আতঙ্কে থাকেন। এটির মুখের অবয়ব দেখে শিশুরাও ভয় পায়। তবে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের এ বিষয়ে উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন অনেকে।

পূয়ালী গ্রামের মো. আকবর হোসেন বলেন, আমার অনেকদিন যাবত ভূরঘাটা এলাকায় হনুমানের আগমন দেখিনা। তবে হঠাৎ হনুমান লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে। খুবই ভালো লাগছে। মানুষ হনুমানকে খাবার দিচ্ছে। প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের এ বিষয়ে উদ্যোগ নেয়ার দাবি জানাই।

ব্যবসায়ী দবির মোল্লা বলেন, বন্য প্রাণীদের খাবার খাওয়াতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই আমি হনুমানটি দেখলেই রুটি, কলাসহ বিভিন্ন ধরনের খাবার দেই। এ কারণে হনুমানটি আমাকে দেখা মাত্র আমার কাছা-কাছি চলে আসে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জুলফিকার আলী বলেন, কেউ যেন হনুমানটিকে বিরক্ত না করে। সেই সঙ্গে এর থেকে দূরত্ব বাজায় রাখতে পরামর্শ দেন তিনি।

(ঢাকা টাইমস/০৮সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা