প্রধানমন্ত্রী প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম করে দিয়েছেন: এমপি দুর্জয়

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০৪
অ- অ+

তৃণমূল থেকে ভালো খেলোয়ার তৈরি করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি উপজেলাতে একটি করে মিনি স্টেডিয়াম করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয়।

শনিবার সন্ধ্যায় ঘিওর ডি.এন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ফিরোজ স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

এমপি দুর্জয় বলেন, প্রধানমন্ত্রী টানা ক্ষমতায় আছেন বলেই দেশের অন্যান্য উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রেও ব্যাপক উন্নয়ন হচ্ছে। নিয়মিত খেলাধুলা করলে ও এমন টুর্নামেন্টের আয়োজন বেশি হলে দেশের মাদক ও জঙ্গিবাদের সৃষ্টি হবেনা। বিশেষ করে যুব সমাজকে খেলাধুলার প্রতি এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সহ-সভাপতি শচীন্দ্র নাথ মিত্র, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. হামিদুর রহমান আলাই, যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে সারোয়ার কিরন খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সালাউদ্দীন সজল প্রমুখ।

খেলায় ধামরাই সোনালী একাদশ ৪-৩ গোলে ঘিওর সোনালী অতীত একাদশকে পরজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথি এ. এম নাঈমুর রহমান দুর্জয় খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

খেলাটি পরিচালনা করেন আবুল বাশার, মানোয়ার হোসেন মানু, রিপন খান ও পাকের আলী।

(ঢাকাটাইমস/০৯ সেপ্টেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিকাশ-এ রেমিটেন্স গ্রহণ করে হাইসেন্স ফ্রিজ-টিভি জিতলেন ২২ জন
টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ
গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়ল
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে যুবদলের বিক্ষোভ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা