সোমবার ডিএসইতে সূচকের মিশ্রাবস্থায় কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪০| আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪৯
অ- অ+

ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন টাকার অঙ্কে কমেছে লেনদেনও। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে ৪৪৬ কোটি ২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৮৯ কোটি ৯৬ লাখ টাকা কম। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৫৩৫ কোটি ৯৮ লাখ টাকার।

দিনভর লেনদেন হওয়া ৩০০ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ৮১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৫২টির।

দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৮৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২৮ পয়েন্টে।

অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৯০ পয়েন্টে।

সোমবার সিএসইতে ১৫৪টি প্রতিষ্ঠানের ৭ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৪৩টির দর বেড়েছে, কমেছে ৫৪টির এবং ৫৭টির দর অপরিবর্তিত রয়েছে।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ঢাকা স্টক এক্সচেঞ্জের অভিনন্দন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা