কাশিমপুর কারাগার
কারারক্ষীর মোজায় মিলল ২০০ পিস ইয়াবা

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষীর কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
আটক কারারক্ষীর নাম মতিউর রহমান। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ কর্মরত মতিউর রহমানের বাড়ি সাভারের ধামরাইতে।
কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় ওই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
কারাগার সূত্রে জানা যায়, কাশিমপুর কারাগারে ডিউটিরত অবস্থায় কারারক্ষী মতিউর রহমানের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পায়ের মোজার ভেতর থেকে ২০০ পিস ইয়াবা ও একটি ব্লুটুথ উদ্ধার করা হয়।
(ঢাকা টাইমস/১১সেপ্টেম্বর/এসএ)

মন্তব্য করুন