হলিডে ইন ঢাকার ওয়াইট লোটাস ক্যাফেতে ব্রেড, কুকিজ ও পেস্ট্রির নতুন সংযোজন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২৩, ২০:০৮

হলিডে ইন ঢাকার ওয়াইট লোটাস ক্যাফেতে যুক্ত হয়েছে ব্রেড, কুকিজ ও পেস্ট্রি। রকমারি আর্টিসান ব্রেড, কুকিজ, পেস্ট্রির সমাহারে সেজেছে ওয়াইট লোটাস ক্যাফে। এখানে ব্রেড, কুকিজ ও পেস্ট্রির মধ্যে রয়েছে প্রিমিয়াম পিষ্টাসিও ব্রিহস ব্রেড, পিষ্টাসিও ক্রিমিয়াক্স ক্রিস্পি ডোনাট, লেমন মেরিঙ্গ পাই, আলমন্ড পিলও কুকিজ, ফাজি চকলেট কুকিজ, চকলেট চিপ কুকিজ ও বিভিন্ন বেকারি আইটেম এর সমাহার।

ওয়াইট লোটাস এ আরও রয়েছে বার্গার, পিৎজা, স্যান্ডউইচ, মাফিন, ডোনাট, ক্রস্যান্ট, বিভিন্ন রকমের কফি ও স্ন্যাকস আইটেমস। এই বেকারি আইটেম গুলো পাওয়া যাবে সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত।

এছাড়া হোয়াইট লোটাস ক্যাফেতে থাকছে ৫০% ছাড় বিকাল ৫টা হতে রাত ১১টা পর্যন্ত। –বিজ্ঞপ্তি

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এমএইচ/এসএ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :