বৃষ্টি শুরুর আগে ভারতের সংগ্রহ ৯ উইকেটে ১৯৭ রান

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ভারতীয় ব্যাটাররা দ্যুতি ছড়ালেও লঙ্কান স্পিনারদের সামনে নাস্তানাবুদ রোহিত-বিরাটরা। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে বৃষ্টি নামার আগে ৯ উইকেটের বিনিময়ে ১৯৭ রান তুলেছে ভারত।
এখন ১৫ রানে অক্ষর প্যাটেল ও ২ রানে মোহাম্মদ সিরাজ অপরাজিত রয়েছেন।
কলম্বোতে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলনেতা রোহিত শর্মা। ব্যাট শুরুটা ভালোই করেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। ওপেনিং জুটিতে আসে ৮০ রান। ১৯ রান করে আউট হন গিল। এদিকে ফিফটি পূরণের পর ৫৩ রানে থামেন রোহিত।
এরপর ভারতীয় ব্যাটিং লাইনআপে ধস নামার লঙ্কান স্পিনার ভেল্লালাগে। তার সঙ্গে যোগ দেন চারিথ আশালাঙ্কা। দুজন মিলেই নেন নয়টি উইকেট।
রোহিতের ফিফটির ইনিংসটি ছাড়া দুই অঙ্কের ঘর স্পশ করেছেন কেবল চারজন ব্যাটার। ৩৯ রান করেন লোকেশ রাহুল, ইষাণ কিষাণ করেন ৩৩ রান। এছাড়া শুভমান গিল ১৯ রান করেন। আর ১৫ রানে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল।
(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এমএম)

মন্তব্য করুন