ফের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরে উঠল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২১
অ- অ+

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে নানা নাটকীয়তার পর শক্তিশালী ভারতকে ৬ রানে হারিয়েছে বাংলাদেশ দল। তাতেই পেয়েছে সুখবর। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো টাইগাররা। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি কর্তৃক প্রদত্ত র‌্যাঙ্কিংয়ে ফের সাত নম্বরে উঠেছে বাংলাদেশ।

এবারের এশিয়া কাপে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। সুপার ফোরে উঠলেও গ্রুপপর্বেই শ্রীলঙ্কার কাচে হারতে হয়েছে টাইগারদের। একই প্রতিপক্ষের কাছে হেরেছে সুপার ফোরেও। দ্বিতীয় ম্যাচে হেরেছে পাকিস্তানের বিপক্ষেও। এরপরই র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে যায় বাংলাদেশ।

তবে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের আট নম্বরে বেশিক্ষণ থাকতে হলো না সাকিবদের। সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ৬ রানের জয় পেয়েছে হাথুরু সিংহের শিষ্যরা। তাতেই আবারও র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। ফলে আবারও র‌্যাঙ্কিংয়ের আট নম্বরে নেমে গেছে ফাইনালিস্ট শ্রীলঙ্কা।

সাত নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৪। আর আটে থাকা শ্রীলঙ্কার রেটিং ৯৩। এদিকে ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। সমান রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে অবস্থান করছে পাকিস্তান। তিন নম্বরে থাকা ভারতের রেটিং ১১৪ রান। এছাড়া যথাক্রমে চার ও পাঁচ নম্বরে রয়েছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা