তাড়াশে আ. লীগ নেতা জেমসের বিরুদ্ধে কিডনি বিক্রির ভুয়া খবরের অভিযোগ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৪৯| আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫৪
অ- অ+

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সদস্য মোনায়েম হোসেন জেমসের বিরুদ্ধে কিডনি বিক্রির ভুয়া খবর প্রচারের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

রবিবার সন্ধ্যায় গুরদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারের একটি অফিস কক্ষে এসব অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন নাটোরের গুরুদাসপুরের একটি ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগীরা হলেন- নজরুল ইসলাম গুরুদাসপুর উপজেলার শাহপুর মধ্যপাড়ার নজির উদ্দিনের ছেলে এবং ছবেলা বেগম নজির উদ্দিনের স্ত্রী।

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম ও তার মা ছবেলা বেগম অভিযোগ করে বলেন, ‘সম্প্রতি কয়েকজন ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে কিডনি বিক্রি সম্পর্কে তাদের কাছে জানতে চায়। কিডনি বিক্রি সম্পর্কে তারা না জানার কথা জানালে ওই ব্যক্তিরা তাদের মনগড়া কথা শিখিয়ে দেন। একপর্যায়ে ক্যামেরার সামনে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সদস্য মোনায়েম হোসেন জেম্স কিডনি বিক্রির সঙ্গে জড়িত আছে এমন কথা বলতে বলেন। ভয়ে তারা শেখানো কথা বলেছেন। প্রকৃতপক্ষে তারা জেম্স নামের কাউকে চেনেন না।’

নজরুল ইসলাম আরও বলেন, ‘কিডনি বিক্রি চক্রের সদস্য আব্দুর রশিদের স্ত্রীর মুখে টাকা দিয়ে কিডনি বিক্রির কথা জানতে পারেন তিনি। সংসারে অভাব অনটন থাকায় তিনি আব্দুর রশিদের সঙ্গে যোগাযোগ করে নিজের একটি কিডনি বিক্রি করতে চাচ্ছিলেন। কিন্তু আর হয়ে উঠেনি। এর মধ্যে সাংবাদিক পরিচয়ে কয়েকজন ব্যক্তি কিডনি বিক্রির ব্যাপারে তাকে বক্তব্য দিতে বলেন। একপর্যায়ে তিনি ওই ব্যক্তিদের শেখানো কথা ক্যামেরার সামনে বলেন। প্রকৃতপক্ষে ক্যামেরার সামনে তিনি যা বলেছিলেন, তা সঠিক নয়।’

তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সদস্য মোনায়েম হোসেন জেম্স মোবাইল ফোনে দাবি করেন, ‘কিডনি বিক্রির কথা আমি এর আগে শুনিনি। মূলত প্রতিপক্ষরা আমাকে রাজনৈতিকভাবে হেয় করতেই মানহানিকর তথ্য উপস্থাপন করে সংবাদ মাধ্যমে খবর প্রচার করা হয়েছে। আমাকে জড়িয়ে উপস্থান করা তথ্যের অংশটি উদ্দেশ্য প্রণোদিত।’

(ঢাকা টাইমস/১৮সেপ্টেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা