চার প্রতিষ্ঠানকে চার কোটি ডিম আমদানির অনুমতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫৫| আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৫২
অ- অ+
ফাইল ফটো

দেশের বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে চার কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার। চার প্রতিষ্ঠানকে এক কোটি করে ডিম আমদানির অনুমোদন দেয়া হয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্র ঢাকা টাইমসকে নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল চারটি প্রতিষ্ঠানকে চার কোটি ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি প্রতিষ্ঠান এক কোটি করে ডিম আমদানি করতে পারবে।

কবে নাগাদ আমদানি শুরু হবে জানতে চাইলে সূত্র জানায়, যেহেতু অনুমোদন দেওয়া হয়ে গেছে সেহেতু তারা চাইলে কাল থেকেই আমদানি করতে পারবে।

মন্ত্রণালয় সূত্র আরও জানায়, প্রাথমিক পর্যায়ে সরকার আমদানির পর বাজার স্থিতিশীল আছে কিনা তা পর্যবেক্ষণ করবে এবং বাজার পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। এছাড়া আমদানি করা ডিম খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দাম প্রতি পিস ১২ টাকায় বিক্রি হবে।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর খুচরা পর্যায়ে ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে দেয় সরকার। ওই দিন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেছিলেন, স্থানীয় বাজারে ডিমের দাম না কমলে সরকার ডিম আমদানির সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরে দেশে ডিম উৎপাদন হয়েছে ২৩৩৮ কোটি আর চাহিদা ছিল ১৮০৬ কোটি।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/কেআর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১২ প্রতিষ্ঠানকে ৪ কোটি ডিম আমদানির অনুমতি
ভারত থেকে প্রায় ২ লাখ ৩২ হাজার পিস ডিম আমদানি
ভারত থেকে ২ লাখ ৩১ হাজার পিস ডিম আমদানি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা