লংগদুতে অস্বচ্ছল দুই ছেলে-মেয়ের লেখাপড়ার দায়িত্ব নিল সেনাবাহিনী

বিপ্লব ইসলাম, (লংগদু) রাংগামাটি
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০৫| আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪০
অ- অ+

রাঙ্গামাটির লংগদুতে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের সহযোগিতায় আবারও লেখাপড়া শুরু করবে দুই কিশোর-কিশোরী। তাদের একজনের নাম মিঠুন চাকমা ও অপর জনের নাম শ্রেয়া মনি চাকমা।

সোমবার বেলা ১১টায় লংগদু জোনের কনফারেন্স রুমে তাদের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেওয়ার সময় তাদের লেখা পড়ার দায়িত্ব নেন জোন অধিনায়ক।

শ্রেয়া মনি চাকমা বাঘাইছড়ি উপজেলার দূরছড়ি খেদারমারা ইউনিয়নের দেবনাৎ চাকমার মেয়ে, সে ও তার পরিবার জোনে উপস্থিত হয়ে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য সাহায্য চাইলে জোন অধিনায়ক সঙ্গে সঙ্গে তার লেখা পড়ার দায়িত্ব নেন এবং তাকে আর্থিকভাবে সহযোগিতা করেন।

অপরদিকে মিঠুন চাকমা লংগদু উপজেলার দাদী পাড়া এলাকার সুনীতি রঞ্জন চাকমার ছেলে।মিঠুন চাকমার বাবা একজন খেটে খাওয়া মানুষ তার ছেলেকে একাদশ শ্রেণিতে ভর্তি করাতে অপারগতা প্রকাশ করে জোন অধিনায়কের নিকট আসে। জোন অধিনায়ক মিঠুন চাকমার একাদশ শ্রেণিতে ভর্তি এবং লেখাপড়া করানোর দায়িত্ব নেন। একই সময় তার অসুস্থতার জন্যও তাকেও আর্থিকভাবে সহযোগিতা করেন।

এ বিষয়ে লংগদু জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, আমাদের এ সকল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাইবার স্পেসেও নিষিদ্ধ আওয়ামী লীগ
সারা বিশ্বে মা দিবস পালিত হয় যে নারীর কারণে
চাঁদপুরে তাল গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
পথে দুর্ঘটনায় মৃত্যুর মিছিল, এপ্রিলে ঝরল ৫৮৮ প্রাণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা