হরিরামপুরে পদ্মায় ধরা পড়ল ২৫ কেজির বাঘাইর

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৬

মানিকগঞ্জের হরিরামপুরে ২৫ কেজি ওজনের একটি বাঘাইর মাছ ১২০০ টাকা কেজি দরে ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। উপজেলার চালা ইউনিয়নের সাটি নাওদা এলাকার আইয়ূব আলীর জালে পদ্মা নদী থেকে মাছটি ধরা পড়ে।

মঙ্গলবার সকালে বিক্রয়ের জন্য মাছটি ঝিটকা বাজারে নিয়ে আসেন তিনি। পরে মাছটি ১২০০ টাকা দরে ৩০ হাজার টাকায় বিক্রি করা।

জেলে আইয়ূব আলী বলেন, সোমবার রাতে পদ্মা নদী থেকে আমার জালে বাঘাইর মাছটি ধরা পড়ে। মাছটি পেয়ে আমি অনেক খুশি। মাছটি অনেক বড় হওয়াই একক ক্রেতা না থাকায় মাছটি কেটে প্রতি কেজি ১২০০ টাকা দরে ৩০ হাজার টাকায় বিক্রি করা।

মাছ কিনতে আসা শফিক হোসেন বলেন, দীর্ঘ দিন পর ঝিটকা বাজারে আজ এতো বড় মাছ উঠেছে। সচারাচর এতো বড় মাছ বাজারে দেখা যায় না। অনেকদিন পরে এতো বড় বাঘাইর মাছ দেখলাম। মাছটির ওজন হয়েছে ২৫ কেজি। মাছটি অনেক বড় হওয়াই একক কোন ক্রেতা নেই তাই ১২০০ টাকা কেজি দরে মাছটি বিক্রয় করা হয়েছে।

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা ফরমান আলী, বলেন, আমি শুনেছি ঝিটকা বাজারে ২৫ কেজির আইড় মাছের আরেক প্রজাতি বাঘা আইড় বিক্রি হয়েছে। আসলে পদ্মায় বোয়াল, কাতল, চিতল, আইড়সহ অনেক বড় মাছ ধরা পরে। কেননা মাছের প্রজননের একটা জায়গা হরিরামপুরের পদ্মা নদী।

(ঢাকা টাইমস/১৯সেপ্টেম্বর/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :