দীর্ঘদিন পর ভারতের ওয়ানডে দলে অশ্বিন

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১৮
অ- অ+

দীর্ঘ ২০ মাস পর ভারতীয় ওয়ানডে দলে ফিরলেন স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। তারকা এ স্পিনারকে ফিরিয়ে এনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

প্রথম দুই ওয়ানডেতে বিশ্রামে থাকবেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদব। তৃতীয় ও শেষ ওয়ানডের দলে রাখা হয়েছে তাদের। প্রথম দুই ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। তার ডেপুটি থাকছেন রবীন্দ্র জাদেজা।

গেল বছরের জানুয়ারিতে পার্লে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন অশ্বিন। বিশ্বকাপের জন্য ইতিপূর্বে ঘোষিত দলে রাখা হয়নি অশ্বিনকে। হঠাৎ দলে ফেরায় বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে সুযোগের সম্ভাবনা বেড়েছে এই ডান হাতি অফ-স্পিনারের। সদ্য শেষ হওয়া এশিয়া কাপ চলাকালীন ব্যাঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে স্পিন বিশেষজ্ঞ সাইরাজ বাহুতুলের সাথে নিবিড় অনুশীলনে ব্যস্ত ছিলেন অশ্বিন।

অশ্বিনকে দলে নেয়ার ব্যাপারে ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার বলেন, ‘অশ্বিন অভিজ্ঞ খেলোয়াড়। সে আমাদের জন্য ভালো বিকল্প। গেল বছর থেকে ওয়ানডে না খেললেও, খেলার মধ্যেই ছিলো সে। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজ খেলেছে অশ্বিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেই বুঝতে পারবো বর্তমানে সে কি অবস্থায় আছে।’

২২ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করবে ভারত। পরের দু’টি ওয়ানডে হবে যথাক্রমে- ২৪ ও ২৭ সেপ্টেম্বর। বিশ্বকাপের আগে এটি সর্বশেষ ওয়ানডে সিরিজ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতের।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে বাজার দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত  
Celebrating Mother’s Day: A Tribute to the Strength and Love of Working Mothers
বিদেশি বিশেষজ্ঞ এনে সংস্কারসহ পুঁজিবাজার উন্নয়নে পাঁচ নির্দেশনা প্রধান উপদেষ্টার
‘সীমান্তে পুশইন নিয়ে সরকার নীরব, কোথায় পাওয়ারফুল খোদা বখস: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা