গাইবান্ধায় শেষ হলো তিন দিনব্যাপী স্থানীয় সরকার মেলা

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২১:৫৯

গাইবান্ধায় শেষ হয়েছে স্থানীয় সরকার দিবস-২০২৩ উপলক্ষে তিন দিনব্যাপী স্থানীয় সরকার মেলা।

মেলার সামাপনী দিনে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করেন।

আলোচনা সভায় হুইপ বলেন, দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সরকারের এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিশেষ গুরুত্ব দিয়ে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে তৈরি করেছে নতুন এক মাইলফলক। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বদলে যাচ্ছে বাংলাদেশ। যার ছোঁয়া লেগেছে গাইবান্ধায়। ব্রীজ, রাস্তাঘাট থেকে শুরু করে সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান হুইপ গিনি।

মেলার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গাইবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরীফুল ইসলাম, এলজিইডি গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ অনেকে।

(ঢাকাটাইমস/১৯ সেপ্টেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :