জবির ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে হিমেল-রকি

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২৩:২৪| আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২৩:২৭
অ- অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ১৩তম আবর্তনের মো. মোস্তাফিজুর রহমান হিমেল এবং সাধারণ সম্পাদক হিসেবে ১৫তম আবর্তনের কাজী মাহমুদুল হাসান রকি মনোনীত হয়েছেন।

মঙ্গলবার উপদেষ্টামন্ডলী এ কমিটি ঘোষণা করেন।

কমিটিতে অন্যান্য পদে সিনিয়র সভাপতি অপূর্ব চৌধুরী, সহ-সভাপতি তানভীর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক তালহা আহমেদ, ফয়সাল আহমেদ, মাহিয়া চৌধুরী ও সাদিয়া আফরিন মৌরি এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন আহাম্মেদ আলী।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবগঠিত কমিটির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান হিমেল বলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত সকল ভাই-বোনের কল্যাণে কাজ করে যেতে চাই। কেবল পদ পদবী নয় বরং তিতাস পাড়ের সবার সুখ-দুঃখে পাশে থাকতে চাই ছাত্রকল্যাণের ব্যানারে৷ আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে। সবাইকে নিয়ে সেগুলো বাস্তবায়ন করতে পারবো বলে আশা করছি।

সাধারণ সম্পাদক কাজী মাহমুদুল হাসান রকি বলেন, সবাইকে নিয়ে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ একটি পরিবার। এখানে সবাই সবার পাশে থাকে। সবার সহযোগিতা কামনা করছি।

(ঢাকাটাইমস/১৯ সেপ্টেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা