সম্পর্ক মজবুত করতে চীন সফরে সিরিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৫
অ- অ+

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারি সফরে চীনে পৌঁছেছেন। দুই দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্য নিয়ে তিনি এ সফর করছেন। গত দুই দশকের মধ্যে সিরিয়ার প্রেসিডেন্টের এটি প্রথম চীন সফর।

বৃহস্পতিবার চীনের পূর্বাঞ্চলীয় হাংঝু শহরে পৌঁছান প্রেসিডেন্ট আসাদ। সেখানে এশিয়ান গেমসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি অংশ নেবেন। ওই অনুষ্ঠানে আরও এক ডজনের বেশি বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের অংশ নেয়ার কথা রয়েছে।

সফরকালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক ছাড়াও বিভিন্ন শহরে যাবেন এবং অনেক কর্মকর্তার সঙ্গে কথা বলবেন বাশার আল আসাদ। প্রেসিডেন্ট আসাদের সঙ্গে রয়েছে একটি উঁচু পর্যায়ে রাজনৈতিক ও বাণিজ্য প্রতিনিধি দল।

চীনা প্রেসিডেন্টের সঙ্গে সম্ভাব্য এই বৈঠককে চীন ও সিরিয়ার মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে কৌশলগত মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সফরের মধ্যদিয়ে পরিষ্কার হচ্ছে যে, সিরিয়াসহ মধ্যপ্রাচে চীনের শক্তিশালী ভূমিকা রয়েছে এবং এ অঞ্চলে বেইজিং নিজের অবস্থান ধরে রাখতে চায়।

সিরিয়ার অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে চীন সহযোগিতা করবে এবং নানা রকমের পুনর্গঠনমূলক প্রকল্প বাস্তবায়ন করবে।

ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না: আমিনুল হক 
বেগমগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়ে নিহত, বাবা আহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা