শা‌ন্তির সন্ধানে

মোশতাক আহমেদ
| আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৪০ | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৩

আজ শ‌নিবার। বিশেষ এক জরুরি কাজে অ‌ফিসে আসতে হ‌লো। গেট দিয়ে ভিতরে ঢুকতেই দেখা হলো আর্মড পু‌লিশ ব্যাটেলিয়নের কনস্টেবল সোহেলের সাথে। তাকে আ‌মি চি‌নতাম না, আ‌গে কখনো দে‌খি‌নি, আমার সাথে কথাও হয়‌নি। আ‌মি তাকে ডেকে বললাম, আসো একটা ছ‌বি তু‌লি। সোহেল তো অবাক। একটা ছ‌বি তুললাম দুজনে। ছ‌বিটা তোলার কারণও আ‌ছে। ছুটির দিন হ‌লেও, আজ ছু‌টি নেই পু‌লি‌শের। প্রায় সকল পেশাজীবী আজ যেখানে ছু‌টি কাটাচ্ছে অধিকাংশ পু‌লিশ সদস্য সেখানে আজ সবার নিরাপত্তায় দা‌য়িত্ব পালন করে যাচ্ছে। আমাদের পু‌লিশের জীবনটা এমনই। শুক্র, শ‌নি, সরকারি ছু‌টি, ঈদ, পার্বণ, ঝড়, বৃ‌ষ্টি, বন্যা, খরা, ঘটনা-দুর্ঘটনা, করোনা কিংবা মহামা‌রিতে আমরা আছি সবা‌র পাশে। আ‌ছি দিন-রাত, রাস্তা-নদী, পাহাড়-জঙ্গল, বিল-ঝিল, কাদা মা‌টি কিংবা কা‌রো আ‌ঙ্গিনায়, কা‌রো শা‌ন্তি রক্ষায় অথবা নিরাপত্তার নিশ্চয়তায়। আমরা সবাই এক, সবাই সহকর্মী, সবাই কাজ ক‌রি, আমাদের সবার উ‌দ্দেশ্য এক, শা‌ন্তি শা‌ন্তি আর শা‌ন্তি।

এক‌দিন অবসরে যাব। হয়তো তখন ব্যস্ততা থাকবে না। অফুরন্ত অবসরে ছ‌বি‌টির দি‌কে তা‌কিয়ে বলব, প্রিয় সোহেল, ম‌নে কী আ‌ছে, তু‌মি আ‌মি একসাথে কাজ করেছিলাম, কোনো এক শ‌নিবারে, ছু‌টির দিনে, শা‌ন্তির সন্ধানে!

পৃ‌থিবী হোক আনন্দ, ভালোবাসা আর শা‌ন্তির।

লেখক: পুলিশ কর্মকর্তা

সংবাদটি শেয়ার করুন

ফেসবুক কর্নার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :