ভিসা নীতি ও নিষেধাজ্ঞা পরোয়া করে না আ.লীগ: ওবায়দুল কাদের

ভিসা নীতি ও কোনো দেশের নিষেধজ্ঞাকে আওয়ামী লীগ পরোয়া করে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, আওয়ামী লীগ দেশের জনগণের ওপর নির্ভরশীল। কোন দেশ কী দিলো না দিলো এসব পরোয়া করে না। অবাধ শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন যারা চায়, তাদের ভিসা নীতি নিয়ে কোনো চিন্তা নেই। ভিসা নীতি বাস্তবায়নের বাস্তবতা দেখা যাবে।
শনিবার সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি আসেন। গত ১৮ সেপ্টেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যান ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ভিসা নীতিতে শেষ হয়েছে বিএনপি। তারা এখন যদি নির্বাচন বানচাল করার চেষ্টা করে তারাই ভিসা নীতিতে পড়েবে। ভিসা নীতিতে ক্ষতি হয়েছে বিএনপিরই। প্রথমে ভিসা নীতি নিয়ে বিএনপি উচ্ছ্বাস করলেও শেখ হাসিনার সঙ্গে বাইডেনের দুই সেলফিতে তাদের আন্দোলনের লাফালাফি শেষ হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতিতে এক সপ্তাহের ব্যবধানে দুই সেলফিতেই রাজনীতির ফয়সালা হয়ে গেছে। দুই সেলফির পরেই বিএনপির ঘুম হারাম হয়ে গেছে।
কাদের বলেন, শান্তিপূর্ণ অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে চায় আওয়ামী লীগ সরকার। অবাধ শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন যারা চায়, তাদের ভিসা নীতি নিয়ে কোনো চিন্তা নেই। যারা নির্বাচন চায় না, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের আন্দোলনের বারোটা বেজে গেছে ভিসা নীতিতে, তারা এখন হতাশা থেকে সবকিছুতেই ইস্যু কিংবা আনন্দ খুঁজে বেড়াচ্ছে।
আ.লীগ সাধারণ সম্পাদক বলেন, গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। আওয়ামী লীগ চায় বিএনপিসহ সব দল নির্বাচনে আসুক। তবে যারা নির্বাচনের বিরোধিতা করবে তাদেরকে জনগণ প্রতিহত করবে।
নির্বাচনী ব্যবস্থা নিয়ে বিএনপি দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচনী ব্যবস্থা নিয়ে দেশকে সংঘাতের ঠেলে দিচ্ছে বিএনপি। সারা দুনিয়ায় গণতন্ত্রের এক নিয়ম, মির্জা ফখরুলের আরেক নাম, কেন? নির্বাচন হবে বাংলাদেশের গণতান্ত্রিক নিয়মে সংবিধান অনুযায়ী। ভোট দেবে দেশের জনগণ। এখানে কেউ পর্যবেক্ষক পাঠাবে কিনা সেটি তাদের বিষয়, কোনো পর্যবেক্ষক এলে তাদেরকে সহায়তা করা হবে। কোনো দেশ গুলোতে পর্যবেক্ষক পাঠাবে কিনা সেটা তাদের বিষয়।
বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলন, বিএনপি মরণ কামড় দিতে গিয়ে নিজেরাই মরার দশায় পরেছে কিনা সেটিই দেখার বিষয়। তাদের নিজেদের আন্দোলন এখন দমে গেছে। আওয়ামী লীগের শক্তি দেশের জনগণ কোনো বিদেশি দেশ নয়। আওয়ামী লীগের মনোবলের কোন ঘাটতি নাই। বিএনপির থাকতে পারে।
(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/জেএ/কেএম)
সংবাদটি শেয়ার করুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
রাজনীতি এর সর্বশেষ

ছোট দেশ হওয়ায় বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র স্বাভাবিক: আমু

বাংলাদেশের গণতন্ত্রের ভক্ষক বিএনপি-জামায়াত: বাহাউদ্দিন নাছিম

জামায়াতও ডাকল দুই দিনের অবরোধ

একতরফা ভোটের মাধ্যমে গণতান্ত্রিক বিশ্ব থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে: গণতন্ত্র মঞ্চ

শেখ হাসিনার সঙ্গে গণভবনে বৈঠকে ১৪ দলের নেতারা

আওয়ামী লীগ খেল-তামাশার হঠকারী নির্বাচন নিয়ে উল্লাস করছে; এবি পার্টি

সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রাখলে বিএনপির ধ্বংস অনিবার্য: হানিফ

শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীতে আ.লীগের কর্মসূচি

অবরোধের সমর্থনে মহাখালীতে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের নেতৃত্বে মিছিল
