টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ২২:২৮

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সন্মেলন শনিবার উপজেলার সোনারং গ্রামে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। সম্মেলন উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সমাজকল্যান সম্পাদক জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন।

উপজেলা বিএনপির আহ্বায়ক আলী আজগর রিপন মল্লিকের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব আমির হোসেন দোলনের পরিচালনায় উক্ত দ্বি-বার্ষিক সন্মেলনে প্রধান অতিথির বক্তব্য এ্যাডভোকেট সালাম বলেন, বর্তমানে এই স্বৈরাচারী সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম অব্যহত থাকবে, জননেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ঐক্যবদ্ধ, তার নির্দেশেই তৃণমুল থেকে সংগঠনকে শক্তিশালী করার জন্য আমরা আন্দোলন সংগ্রামের পাশাপাশি বিভিন্ন জেলা ও উপজেলার মেয়াদউর্ত্তীন কমিটি বিলুপ্ত করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করছি। আমাদের বিশ্বাস তৃণমুলের জনগনকে সাথে নিয়ে শীঘ্রই আমরা এই স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে ঘরে ফিরবো।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগন্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন আহমেদ, আলহাজ্ব শাহ্ জাহান খান, ইরদাত আহমেদ মানু, শহীদুল ইসলাম শহীদ মৃধা। সম্মেলন শেষে সভাপতি হিসেবে আলী আজগর রিপন মল্লিক সভাপতি নির্বাচিত হোন।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :