চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দুদক কর্মকর্তা গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ২১:৫১
অ- অ+

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে করা মামলায় চট্টগ্রাম নগরীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত কামরুল হুদা দুদকের কুমিল্লা শাখায় এএসআই হিসেবে কর্মরত। তার বাড়ি বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়।

গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকার একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ ওসি সন্তোষ কুমার চাকমা। তিনি জানান, পরিমল ধর নামের এক গয়না ব্যবসায়ী বাদী হয়ে থানায় মামলা করেছেন। সেই অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সূত্র জানিয়েছে কামরুল হুদাকে আটকের পর চট্টগ্রাম দুদকের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা থানায় আসেন৷ অভিযোগকারীর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় রাতেই মামলা মূলে কামরুল হুদাকে গ্রেপ্তার দেখানো হয়।

একাধিক সূত্র থেকে জানা গেছে, সম্প্রতি চট্টগ্রামের গয়না ব্যবসায়ী পরিমল ধরকে দুদক কর্মকর্তা কামরুল হুদা জানান তার বিরুদ্ধে দুদকে একটি অভিযোগ এসেছে। অভিযোগটি নিষ্পত্তি করতে ২০ লাখ টাকা লাগবে। সেই আলাপের সূত্র ধরে শনিবার রাতে কামরুল হুদার সঙ্গে দেখা করতে নগরের একটি রেস্তোরাঁয় যান পরিমল ধর। তবে তার আগেই বিষয়টি পরিমল পুলিশকে জানিয়ে রাখেন। পরিমল ধর দেখা করতে যাওয়ার পর থানার পুলিশ সেখানে গিয়ে কামরুলকে গ্রেপ্তার করে।

(ঢাকাটাইমস/২৪ সেপ্টেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা