এক সিনেমায় পরী-বুবলী, শুটিং শুরু ভারতে
‘ন ডরাই’ এর পর আবারও সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু। সিনেমার নাম ‘খেলা হবে’। টিএম ফিল্মসের ব্যানারে নির্মিতব্য এ সিনেমায় অভিনয় করবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই চিত্রনায়িকা পরীমনি ও বুবলী।
রবিবার তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে। সম্প্রতি সিনেমাটির প্রযোজনা সংস্থা টিএম ফিল্মসের পক্ষে ফারজানা মুন্নি তথ্য মন্ত্রণালয়ে ভারত গমন ও সেখানে শুটিংয়ের অনুমতি চেয়ে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে রবিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে অনুমতির বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর পর্যন্ত ২৫ দিন পরিচালকসহ মোট ১২ জনকে ভারতে গিয়ে শুটিংয়ের অনুমতি দেওয়া হলো।
টিএম ফিল্মসের একটি সূত্র ঢাকাটাইমসকে জানিয়েছে, পরীমনি ও বুবলী ছাড়াও সিনেমার গুরুত্বপূর্ণ এক চরিত্রে দেখা যাবে ছোটপর্দার অভিনেতা মুশফিক আর ফারহানকে। বিভিন্ন চরিত্রে আবুল কালাম আজাদ, শহিদুল আলম সাচ্চুসহ ওপার বাংলার বেশ কয়েকজন জনপ্রিয় তারকা সিনেমায় অভিনয় করবেন।
এর আগে গত ১ আগস্ট একসঙ্গে দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দেন টিএম ফিল্মসের চেয়ারপারসন ফারজানা মুন্নি। তখন জানানো হয় সিনেমা দুটি পরিচালনা করবেন নির্মাতা রায়হান রাফি ও তানিম রহমান অংশু।
(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এলএম/কেএম)