রামগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মাকছুদ আলমের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৩টায় উপজেলার ৬নং লামচর ইউনিয়নের দাসপাড়া ক্লাস্টারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের উদ্যোগে কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রামগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন আউয়াল ভূঁইয়ার সঞ্চালনায় উপজেলা সহকারী শিক্ষা অফিসার ফারহানা হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং লামচর ইউনিয়নের চেয়ারম্যান ফয়েজ উল্যাহ জিসান পাটওয়ারী।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শতাধিক সহকারী শিক্ষক, কর্মচারী ও বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য দেন, দাসপাড়া ক্লাস্টারের শিক্ষক মামুন হোসেন, মনির হোসেন,জাকির হোসেন,নাজমুল হোসেন রানা,রাজিয়া সুলতানা,মুন্নি আক্তার, শাহআলম, মোকলেছ হোসেন, খোদেজা আক্তার, হোসেন আহমদ,কামনুর নাহার।
বিদায়কালে উপজেলা শিক্ষা অফিসার মো. মাকছুদ আলম বলেন, আমার মনে হয় না কোনো শিক্ষা অফিসার এত সম্মান এত ভালোবাসা পেয়েছে। রামগঞ্জ উপজেলার মানুষ খুবই আন্তরিক। ভালো থাকুক উপজেলার প্রতিটি মানুষ। আমার কর্মজীবনে সেরা সঞ্চয় পেয়েছি আপনাদের ভালোবাসা। সরকারি চাকরিজীবী হিসেবে বদলিজনিত কারণে কোনো জেলায় বা উপজেলায় স্থায়ী হওয়ার সুযোগ নেই কর্মকর্তাদের। উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক রকমের সহয়তা আমি পেয়েছি। নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারো প্রতি অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, রামগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন,ঝড়ে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমিয়ে আনা, শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোর জন্য স্যার যে উদ্যোগগুলো নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। নবাগত সহকারী শিক্ষা অফিসার আন্তরিকতা দিয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন কাজ করে যাবে বলে প্রত্যাশা করেন তিনি।
অনুষ্ঠান শেষে সহকারী শিক্ষা অফিসারকে বিদায় সংবর্ধনা ক্রেস্ট প্রদান করে আয়োজকবৃন্দ।
(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এআর)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

রুমানা আলীর সম্পদ বেড়েছে ২৫ গুণ, সবুজের স্ত্রীর ৮ গুণ

কুমিল্লায় বাসে আগুন

শোকজের জবাব দিয়েছি, কমিটি সন্তুষ্ট কিনা পরে জানা যাবে: ব্যারিস্টার সুমন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়কে প্রাণ গেল ভ্যানচালকের

তাড়াশে রসুন চাষে স্বপ্ন দেখছেন কৃষক

আড়াই বছর পর মুক্তি পেলেন মুফতি আমির হামজা

ধামরাইয়ে বেপরোয়া গতির সেলফি পরিবহনের চাপায় নিহত ২

নোয়াখালী হানাদার মুক্ত দিবস আজ

শেরপুর মুক্ত দিবস আজ
