মঙ্গলবার শেয়ার লেনদেনের শীর্ষে ইউনিয়ন ইন্স্যুরেন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
জানা গেছে, কোম্পানিটি এদিন ১৮ কোটি ৫৬ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা জেমিনি সি ফুডের শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৭৪ লাখ ৫৪ হাজার টাকার।
১৫ কোটি ১৮ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বিডিকম অনলাইন লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- মিরাকল ইন্ডাস্ট্রিজ, প্রভাতী ইন্স্যুরেন্স, ফু-ওয়াং ফুড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, সিলকো ফার্মা, সি পার্ল হোটেল এবং কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এজে)

মন্তব্য করুন