মাহমুদউল্লাহকে নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা, নেই তামিম

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪১
অ- অ+

ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। ঘোষিত এই দলে জায়গা পেয়েছেন দলের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু বিশ্বকাপ দলে জায়গা পাননি শঙ্কায় থাকা টাইগার ওপেনার তামিম ইকবাল খান।

অনেকদিন ধরেই কোমরের ব্যথায় ভুগছেন তামিম ইকবাল। ইনজুরি কাটিয়ে ওয়ানডে ফরম্যাটে ফিরলেও স্বস্তিতে নেই এই বাঁ-হাতি ব্যাটার। এজন্যই বিশ্বকাপের সব ম্যাচ খেলতে পারবেন না বলে জানিয়ে দেন তিনি। কিন্তু তামিম ইকবালের এমন মন্তব্যে নাখোশ সাকিব। বিসিবির সঙ্গে মিটিংয়ের পরই তাকে বাদ দিয়েই দল ঘোষণা করে ক্রিকেট বোর্ড।

ফলে ওপেনিংয়ে দলের অটোচয়েজ হিসেবে থাকছেন লিটন কুমার দাস। তার সঙ্গী হিসেবে রয়েছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম।

বাংলাদেশের দলের নেতৃত্বে থাকছেন সাকিব আল হাসান। টপ-অর্ডার বাঁ-হাতি ব্যাটার নাজমুল হোসেন শান্তর জায়গাটা আগে থেকেই নির্ধারিত ছিল। সাম্প্রতিক সময়ে দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন তাওহীদ হৃদয়। দীর্ঘদিন দলের বাইরে থাকা মাহমুদউল্লাহ রিয়াদও দলে জায়গা পেয়েছেন। কেননা দলের ফিরেই রানের দেখা পেয়েছেন তিনি। উইকেট কিপারের দায়িত্বে থাকছেন মুশফিকুর রহিম।

স্পিনার মেহেদি হাসান মিরাজ ও শেখ মাহেদির সঙ্গে রাখা হয়েছে বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদকে। সম্প্রতি কিপটে বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে রানও পাচ্ছেন তিনি।

বিশ্বকাপ দলে পেসার রয়েছেন মোট পাঁচজন। পেসার বোলিং ইউনিটের নেতৃত্বে থাকছেন তাসকিন আহমেদ। এছাড়া মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও শরিফুল ইসলামের জায়গা আগে থেকেই নিশ্চিত ছিল। পঞ্চম পেসার হিসেবে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তানজিম হাসান সাকিব।

১৫ সদস্যের বাংলাদেশ দল:

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব ও তানজিদ হাসান তামিম।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডাবলিনে গ্রেটার মৌলভীবাজার অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের বার্ষিক সভা অনুষ্ঠিত 
এনসিপি ফের গোপালগঞ্জ যাবে, প্রতিটি ঘরে গণঅভ্যুত্থানের পতাকা উড়বে: নাহিদ ইসলাম
লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের আন্তর্জাতিক বাজার জয়ের কৌশলগত বিশ্লেষণ
মতিঝিলে অর্ধকোটি টাকা ডাকাতির প্রস্তুতি, র‌্যাবের কটি-হ্যান্ডকাফসহ গ্রেপ্তার ৫
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা