শেখ হাসিনা বাঙালি জাতির মুকুট মণিতে পরিণত হয়েছেন: হানিফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ২০:০৫

দেশের সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে যুগান্তকারী অবদান রাখার মধ্য দিয়ে শেখ হাসিনা বাঙালি জাতির 'মুকুট মণি'তে পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের নতুন মাত্রা সূচিত হয়েছে। চরম দরিদ্র দেশকে বিশ্বের বুকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন।

শুক্রবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, অনেক চড়াই-উতরাই, ঘাত-প্রতিঘাত পেরিয়ে শেখ হাসিনা আওয়ামী লীগকে আজকের এই অবস্থানে দাঁড় করিয়েছেন। তাঁর সফল নেতৃত্বের কারণেই আওয়ামী লীগ চারবারের মতো রাষ্ট্রক্ষমতায় আছে। ‘রূপকল্প ২০৪১’-এর বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত, আধুনিক, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক রাষ্ট্রগঠনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি বলেন, শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন। বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করে জিয়াউর রহমান দেশে বিচারহীনতার যে সংস্কৃতি চালু করে আইনের শাসন বন্ধ করেছিলেন, তা থেকে জাতিকে মুক্ত করেছেন।

হানিফ বলেন, পঁচাত্তরের হত্যাকাণ্ডের মাধ্যমে তারা মনে করেছিল স্বাধীনতার স্বপক্ষের শক্তি ও বঙ্গবন্ধুর আদর্শকে নিশ্চিহ্ন করতে পারবে। কিন্তু জননেত্রী শেখ হাসিনার জন্য সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। তিনি ১৯৮১ সালে দেশে ফিরে মানুষের ভাত ও ভোটের অধিকার রক্ষার লড়াই শুরু করেন। সেজন্য বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল।

নির্বাচনে বাধা দিতে এলে বিএনপি-জামায়াতকে রাজপথে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেন, ভিসা নীতি নিয়ে আওয়ামী লীগ কোনো পরোয়া করে না। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মার্কিন ভিসা নীতির বিষয়ে বিএনপি নেতাদের বোধদয় হয়েছে উল্লেখ করে হানিফ বলেন, মির্জা ফখরুল সাহেব বললেন ভিসা নীতির কারণে বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ হয়েছে। আমরা এটি বহু আগে থেকে বলে আসছি। একটা স্বাধীন ও সার্বভৌম দেশের জন্য ভিসা নীতি অসম্মানজনক।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, তিনি কি ভুলে গেছেন তাদের নেতা বেগম খালেদা জিয়া ২০১২ সালে বাংলাদেশের গার্মেন্টস শিল্প থেকে জিএসপি সুবিধা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের কাছে চিঠি লিখেছিলেন। মার্কিন ডেমোক্র্যাট বব মেনেনডেজকে লবিস্ট নিয়োগ করে চক্রান্ত করেছিল। লবিস্ট নিয়োগ করে বিএনপি র‌্যাবের ওপর স্যাংশন দেয়ার জন্য কাজ করেছিল। ভিসা নীতিসহ বাংলাদেশের সব অসম্মানের জন্য বিএনপি দায়ী। এমনকি বাংলাদেশকে ধ্বংস করার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত আছে।

হানিফ বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিহত করার ক্ষমতা বিএনপি-জামায়াতের মতো অশুভ শক্তির নেই। বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করার জন্য তৎপর হয়েছে। আগামীতে অরাজক পরিস্থিতি তৈরি করতে রাজপথে আসলে উপযুক্তভাবে শায়েস্তা করে আমরা নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবো।

সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, কর্নেল (অব.) ফারুক খান, ড. আব্দুর রাজ্জাক, শাজাহান খান, অ্যাডভোকটে কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ও ডা. দিপু মনি প্রমুখ বক্তব্য রাখেন।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :