চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫৬
অ- অ+

ফেনীতে ব্যাগে চিরকুট লিখে রেখে ট্রেনের নিচে ঝাঁপ ফরিদা ইয়াসমিন নামের এক নারী আত্মহত্যা করেছেন।

গত বৃহস্পতিবার ফেনী রেলওয়ে স্টেশনের অদূরে খাজুরিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইন থেকে ফরিদা ইয়াসমিন (৩৩) নামে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ সময় তার সঙ্গে থাকা ব্যাগে একটি চিরকুট পাওয়া যায়। দুই শিশু সন্তানের মা নিহত ফরিদার স্বামীর বাড়ি পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের উত্তর চন্দনা এলাকায়। চন্দনা এলাকার আবদুর রহিম জানান, নিহত গৃহবধূ ফরিদার বাবার বাড়ি কাজিরহাট রানীরহাট অশ্বদীয়া এলাকায়। তার স্বামী নান্টু ঢাকায় চাকরি করেন।

ফেনী রেলওয়ে স্টেশন পুলিশের (এসআই) সাইফুল ইসলাম জানান, নিহত ওই নারী শাড়ি পরিহিত ছিলেন। তার সঙ্গে থাকা ব্যাগে একটি চিরকুট পাওয়া গেছে। তবে এ বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৯ সেপ্টেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার দোহারে বিএনপি নেতা হারুন মাস্টারকে গুলি করে হত্যা
রাজধানীর টিকাটুলিতে কেমিক্যাল গুদামের আগুন নিয়ন্ত্রণে
ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমলো
গরমে শরীর ঠান্ডা রাখতে কোন পাত্রে পানি পান করা সবচেয়ে স্বাস্থ্যকর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা