চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫৬

ফেনীতে ব্যাগে চিরকুট লিখে রেখে ট্রেনের নিচে ঝাঁপ ফরিদা ইয়াসমিন নামের এক নারী আত্মহত্যা করেছেন।

গত বৃহস্পতিবার ফেনী রেলওয়ে স্টেশনের অদূরে খাজুরিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইন থেকে ফরিদা ইয়াসমিন (৩৩) নামে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ সময় তার সঙ্গে থাকা ব্যাগে একটি চিরকুট পাওয়া যায়। দুই শিশু সন্তানের মা নিহত ফরিদার স্বামীর বাড়ি পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের উত্তর চন্দনা এলাকায়। চন্দনা এলাকার আবদুর রহিম জানান, নিহত গৃহবধূ ফরিদার বাবার বাড়ি কাজিরহাট রানীরহাট অশ্বদীয়া এলাকায়। তার স্বামী নান্টু ঢাকায় চাকরি করেন।

ফেনী রেলওয়ে স্টেশন পুলিশের (এসআই) সাইফুল ইসলাম জানান, নিহত ওই নারী শাড়ি পরিহিত ছিলেন। তার সঙ্গে থাকা ব্যাগে একটি চিরকুট পাওয়া গেছে। তবে এ বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৯ সেপ্টেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :