পাকিস্তানে আরেক জায়গায় বোমা হামলায় নিহত ৫

পাকিস্তানের বেলুচিস্তানে ঈদে মিলাদুন্নবীর (সা.) মিছিলে বোমা হামলার পর এবার খাইবার পাখতুনখোয়ারের হাঙ্গুর দোয়াবা থানার এলাকার একটি মসজিদে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত ও ১২ জন আহত হয়েছেন।
শুক্রবার এ বোমা হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন খাইবার পাখতুনখোয়ারের তথ্যমন্ত্রী ফিরোজ জামাল।
এক বিবৃতিতে ফিরোজ জামাল বলেন, ‘দুই আত্মঘাতী বোমা হামলাকারী একটি গাড়িতে এসে মসজিদের প্রবেশদ্বারে পুলিশ অফিসারদের প্রতিরোধের সম্মুখীন হয়। একজন হামলাকারী মসজিদের বাইরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়, অন্যজন মসজিদের ভেতরে প্রবেশ করে বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিহত হন।’
ফিরোজ জামাল বলেন, হামলার সময় পুলিশের দুই কর্মকর্তাও আহত হয়েছেন। পুলিশ তাৎক্ষণিক মসজিদের ভেতর থেকে মুসল্লিদের সরিয়ে নিয়ে যায়। পুলিশ কঠোর প্রতিরোধ গড়ে না তুললে পরিস্থিতি আরও খারাপ হতে পারত।
এদিকে হাঙ্গু জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) নিসার আহমেদ সংবাদমাধ্যম ডনকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রথম বিস্ফোরণটি থানার প্রবেশপথে ঘটে এবং পরে ঘটনাস্থলে বেশ কিছু লোক জড়ো হয়। কয়েক মিনিট পরে থানার চত্বরে অবস্থিত একটি মসজিদের ভেতরে আরেকটি বিস্ফোরণ ঘটে।’
ডিপিও আহমেদ বলেন, ‘জুমার খুতবা চলাকালে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের মসজিদের ছাদ ধসে পড়ে। ৩০ থেকে ৪০ জন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার খবর পাওয়া গেছে।’
এদিকে একইদিনে পাকিস্তানের বেলুচিস্তানে একটি মসজিদের কাছে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন।
(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এমএইচ/কেএম)
সংবাদটি শেয়ার করুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত
আন্তর্জাতিক এর সর্বশেষ

বেশি বেশি সন্তান জন্মদানের আহ্বান জানিয়ে কাঁদলেন কিম জং উন

ইফতারকে বিশ্বের অধরা ঐতিহ্যের স্বীকৃতি ইউনেসকোর

চা শ্রমিকদের পোশাকে মমতা, মাথায় ঝুড়ি বেঁধে তুলছেন চা পাতা

বিএমডব্লিউ না পাওয়ায় বিয়ে ভাঙল বরপক্ষ, চিকিৎসকের আত্মহত্যা

ইসরায়েলের দিকে ধেয়ে আসছে বিপদ, এবার বেলজিয়ামের ভিসা নিষেধাজ্ঞা

লেবাননে ইসরায়েলি ট্যাঙ্কের গোলায় রয়টার্সের সাংবাদিক নিহত

ইসরায়েল-ইউক্রেনকে সহায়তায় বাইডেনের প্রস্তাব আটকে দিলো মার্কিন সিনেট

যে রেস্তোরাঁয় সুন্দরী ওয়েটারদের হাতে চড় খেতে গুনতে হয় অর্থ

মস্কোতে রুশপন্থি সাবেক ইউক্রেনীয় এমপিকে গুলি করে হত্যা
