বিতর্কিত সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত
উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদের (ইউপি) বিতর্কিত চেয়ারম্যান আতাউর রহমান আতাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কুড়িগ্রামের জেলা প্রশাসকের সুপারিশে গত বুধবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি শাখার সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, আতাউর রহমানের বিরুদ্ধে আদালত অপরাধ মামলা গ্রহণ করায় ইউপি চেয়ারম্যানকে তাঁর পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউপি চেয়ারম্যান হিসেবে আতাউর রহমান আতা শপথ নেওয়ার পর দেড় বছরে সেনাসদস্য, সরকারি কর্মকর্তাকে মারধর, নারীর শ্লীলতাহানি, টিসিবির কার্ড দিতে উৎকোচ নেওয়াসহ নানা অভিযোগ ওঠে। এসব ঘটনায় তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে বরখাস্ত চেয়ারম্যান আতাউর রহমানকে একাধিকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।
(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/এআর)