আরও কিছুদিন বিশ্রাম দরকার মার্টিনেজের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২৮

এপ্রিলে সেভিয়ার বিরুদ্ধে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে মেটাটারসেলে চিড় ধরায় মার্টিনেজ দুই মাসের জন্য ছিটকে গিয়েছিলেন। পায়ের সমস্যা এখনো পুরোপুরি ঠিক হয়নি। এ জন্যই ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজকে আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে।

এক বিবৃতিতে ইউনাইটেডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এপ্রিলে পড়া পায়ের ইনজুরির কারণে মার্টিনেজের মাঠে ফেরা আরও কিছুদিন বিলম্বিত হলো। এ মাসের শুরুতে প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে খেলেছেন এই ডিফেন্ডার। এরপর ব্রাইটন ও বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে আরো দুটি ম্যাচে তিনি মাঠে ছিলেন। কিন্তু পুনর্বাসনের জন্য তার আরও কিছুটা সময়ের প্রয়োজন বলে নিশ্চিত হওয়া গেছে। আরও কিছুদিন তাকে পর্যবেক্ষনে রাখা হবে। এরপর তার মাঠে ফেরার দিনক্ষণ নির্দিষ্ট করে বলা যাবে।’

এদিকে ক্লাব সূত্র আরও নিশ্চিত করেছেন ডিফেন্ডার সার্জিও রেগুইলন সামান ইনজুরিতে ভুগছেন। যে কারণে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ওল্ড ট্র্যাফোর্ডের ম্যাচটিতে তিনি খেলতে পারছেন না।

এবারের মৌসুমে ইতোমধ্যেই ১৬জন খেলোয়াড় ইনজুরিতে কিংবা বিভিন্ন ধরনের অসুস্থতা ভুগছেন। তাদের মধ্যে অন্যতম হলেন অ্যারন ভন-বিকাসা, লুক শ, টাইরেল মালাসিয়া, কোবি মেইনু, আমাদ ডিয়ালো, রেগুইলন ও মার্টিনেজ। এদিকে এরিক টেন হাগের জন্য অবশ্য সুখবরও রয়েছে। অসুস্থতা থেকে দলে ফিরেছেন ক্রিস্টিয়ান এরিকসেন ও স্কট ম্যাকটোমিনে।

ব্যস্ত সূচিতে খেলোয়াড়দের উপর প্রচন্ড চাপ পড়ছে অভিযোগ করে টেন হাগ বলেছেন, ‘প্রতিবারই খেলোয়াড়দের উপর চাপ বাড়ছে। এর কোনো সমাধান কি নেই। আমার অনেক সতীর্থ কোচই এর বিপক্ষে বারবার অভিযোগ করেছে। আমিও অনেকবার বিষয়টি সামনে নিয়ে এসেছি। কিন্তু নির্ধারিত সূচীতেই সব হচ্ছে। আমরাও ভুগছি। কোনো এক জায়গায় গিয়েতো এর শেষ হতে হবে। এই ধরনের চাপ খেলোয়াড়রা আর নিতে পারছে না। এই মুহূর্তে বেশ কিছু দলের দিকে তাকালে এই সমস্যা প্রকট হয়ে দেখা দিবে।’

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

লিটন রান না পেলেও তার কঠোর পরিশ্রমকে গুরুত্বপূর্ণ বললেন ব্যাটিং কোচ

তামিম-হৃদয়ের ব্যাটিং নিয়ে যা বললেন বাংলাদেশের ব্যাটিং কোচ

চট্টগ্রামে বিশ্রামের দিনে ‘পঞ্চপাণ্ডবের’ ছবি পোস্ট করে স্মৃতিকাতর মাহমুদউল্লাহ

একজন টেনিস খেলোয়াড় তৈরি করব, যার জন্য দেশবাসী গর্ব করবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তান-ভারত ম্যাচের টিকিটের দাম বেড়ে দ্বিগুণ!

নিজেদের জয়ের সঙ্গে বার্সেলোনার পরাজয়ে আজই শিরোপা জিতবে রিয়াল

বিশ্বকাপজয়ী ডি মারিয়াকে দলে ভেড়ানোর চেষ্টায় মিয়ামি

জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারানোর ম্যাচে জাকেরের গায়ে উঠল মেরুন জ্যাকেট

এবার বাজারে আসছে মেসির হাইড্রেশন পানীয়

বাংলাদেশের বিপক্ষে হারের কারণ হিসেবে যা বলছে জিম্বাবুয়ে

এই বিভাগের সব খবর

শিরোনাম :