আরও কিছুদিন বিশ্রাম দরকার মার্টিনেজের

এপ্রিলে সেভিয়ার বিরুদ্ধে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে মেটাটারসেলে চিড় ধরায় মার্টিনেজ দুই মাসের জন্য ছিটকে গিয়েছিলেন। পায়ের সমস্যা এখনো পুরোপুরি ঠিক হয়নি। এ জন্যই ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজকে আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে।
এক বিবৃতিতে ইউনাইটেডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এপ্রিলে পড়া পায়ের ইনজুরির কারণে মার্টিনেজের মাঠে ফেরা আরও কিছুদিন বিলম্বিত হলো। এ মাসের শুরুতে প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে খেলেছেন এই ডিফেন্ডার। এরপর ব্রাইটন ও বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে আরো দুটি ম্যাচে তিনি মাঠে ছিলেন। কিন্তু পুনর্বাসনের জন্য তার আরও কিছুটা সময়ের প্রয়োজন বলে নিশ্চিত হওয়া গেছে। আরও কিছুদিন তাকে পর্যবেক্ষনে রাখা হবে। এরপর তার মাঠে ফেরার দিনক্ষণ নির্দিষ্ট করে বলা যাবে।’
এদিকে ক্লাব সূত্র আরও নিশ্চিত করেছেন ডিফেন্ডার সার্জিও রেগুইলন সামান ইনজুরিতে ভুগছেন। যে কারণে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ওল্ড ট্র্যাফোর্ডের ম্যাচটিতে তিনি খেলতে পারছেন না।
এবারের মৌসুমে ইতোমধ্যেই ১৬জন খেলোয়াড় ইনজুরিতে কিংবা বিভিন্ন ধরনের অসুস্থতা ভুগছেন। তাদের মধ্যে অন্যতম হলেন অ্যারন ভন-বিকাসা, লুক শ, টাইরেল মালাসিয়া, কোবি মেইনু, আমাদ ডিয়ালো, রেগুইলন ও মার্টিনেজ। এদিকে এরিক টেন হাগের জন্য অবশ্য সুখবরও রয়েছে। অসুস্থতা থেকে দলে ফিরেছেন ক্রিস্টিয়ান এরিকসেন ও স্কট ম্যাকটোমিনে।
ব্যস্ত সূচিতে খেলোয়াড়দের উপর প্রচন্ড চাপ পড়ছে অভিযোগ করে টেন হাগ বলেছেন, ‘প্রতিবারই খেলোয়াড়দের উপর চাপ বাড়ছে। এর কোনো সমাধান কি নেই। আমার অনেক সতীর্থ কোচই এর বিপক্ষে বারবার অভিযোগ করেছে। আমিও অনেকবার বিষয়টি সামনে নিয়ে এসেছি। কিন্তু নির্ধারিত সূচীতেই সব হচ্ছে। আমরাও ভুগছি। কোনো এক জায়গায় গিয়েতো এর শেষ হতে হবে। এই ধরনের চাপ খেলোয়াড়রা আর নিতে পারছে না। এই মুহূর্তে বেশ কিছু দলের দিকে তাকালে এই সমস্যা প্রকট হয়ে দেখা দিবে।’
(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো উন্মোচন

টাইমস ম্যাগাজিনের বিচারে বর্ষসেরা ক্রীড়াবিদ মেসি

মেসির জন্যই পদত্যাগ করতে চান স্কালোনি!

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা

বেতন বাড়িয়ে ক্যাবরেরার সঙ্গে চুক্তি নবায়ন বাফুফের

পিএসএলে সাড়ে ৪ কোটিতে দল পাল্টালেন নাসিম শাহ

তারকা ক্রিকেটারদের বাদ দিয়ে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের দল ঘোষণা

বৃষ্টিতে বিলম্বিত ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা

মুশফিকের বিরল আউট নিয়ে যা বললেন মেহেদী হাসান মিরাজ
