‘বঙ্গবন্ধুকে হত্যার নেপথ্যে মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউর রহমান’

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ২২:৩৯| আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪৯
অ- অ+

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান বলেছেন, ‘কর্নেল ফারুক বঙ্গবন্ধুকে হত্যার প্রস্তাব করলে জিয়াউর রহমান সম্মতি দেন। যে বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করলেন, সেই বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলতে চক্রান্ত করেছেন জিয়াউর রহমানরা। অনেকে বলেন, ‘খন্দকার মোশতাক বঙ্গবন্ধুকে হত্যা করেছেন। শুধু কি খন্দকার মোশতাক! তা নয়। তার নেপথ্যে মাস্টারমাইন্ড হিসেবে ছিলেন জিয়াউর রহমান।’

শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি, মাদারীপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘সকল শিক্ষকরা তাদের ছাত্র-ছাত্রীদের এবং স্বাধীনতার সম্পর্কে উজ্জীবিত করবেন এবং মুক্তিযোদ্ধার চেতনাকে তাদের ভিতরে ধারণ করে রাখার অনুপ্রেরণা তৈরি করবেন। বর্তমান শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ আপনি-আমি কেউ দুনিয়াতে থাকবো না; তাই প্রত্যেক ছাত্র-ছাত্রীদের মাঝে স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা বাঙালি জাতির চেতনা উজ্জীবিত করে দেশ গড়ে তুলতে হবে। তাহলেই তারা স্বাধীনতার স্মৃতি মুক্তিযোদ্ধার স্মৃতি ধরে রাখতে পারবে।’

শাজাহান খান বলেন, ‘মুক্তিযোদ্ধারা হলেন দেশ ও জাতির অতন্দ্র প্রহরী। তাই শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার চিত্র সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতে মুক্তিযোদ্ধাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় শেখ হাসিনা তথা আওয়ামী লীগকে বিজয়ী করতে মুক্তিযোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’

মাদারীপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ আকমল হোসেন পিলুর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া, বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ’র উপদেষ্টা আবদুল মান্নান, বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক লালমিয়া জমাদার, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও মাদ্রা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমান, সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম।

পরে ত্রি-বার্ষিক সম্মেলনে মাদারীপুর জেলা শিক্ষক সমিতির ৬৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আলহাজ্ব আমিনউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক সৈয়দ আকমাল হোসেন পিলুকে সভাপতি ও শিবচরের পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল হককে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এছাড়াও সিনিয়র সহসভাপতি করা হয় লাল মিয়া জমাদার ও কাজী ওবায়দুর রহমানকে।

(ঢাকাটাইমস/৩০ সেপ্টেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা