খালেদা জিয়ার কিছু হলে বাংলাদেশে আগুন জ্বলবে: টুকু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ অক্টোবর ২০২৩, ২০:২১

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা না করলে বাংলাদেশে আগুন জ্বলবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ। অবিলম্বে তার বিদেশে উন্নত চিকিৎসা দরকার।

সোমবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত “কৃষক সমাবেশে” তিনি এসব কথা বলেন।

সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে এক দফা দাবি আদায়ে এই “কৃষক সমাবেশ” আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল।

টুকু বলেন, আজকের এই কৃষক সমাবেশ প্রমাণ করে বাংলাদেশের মানুষ একটি জিনিসই চায়, সেটা হচ্ছে এই সরকারের পতন। এই অবৈধ সরকারের বিরুদ্ধে সমগ্র মানুষ রাস্তায় নেমেছে।

সরকারকে অবিলম্বে এক দফা মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অবিলম্বে এক দফা মেনে নেন। অন্যথায় জনগণ আন্দোলনের মধ্যদিয়ে দাবি মানতে বাধ্য করবে।

তিনি বলেন, এক দফার আন্দোলনে আমরা সব পেশার মানুষ, সব শ্রেণির মানুষ ঐক্যবদ্ধ হয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে শেখ হাসিনার পতন ঘটাব।

কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীসহ কেন্দ্রীয় নেতারা।

ঢাকাটাইমস/০২অক্টোবর/জেবি/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই মূহুর্তে প্রয়োজন মহা ঐক্যের: লিংকন

সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

কোনো দুর্বৃত্ত-চাঁদাবাজকে মিছিলে জায়গা দেওয়া হবে না: নয়ন

আ.লীগের শাসনামলে হিন্দুরা বেশি অত্যাচারিত হয়েছে: অ্যাডভোকেট সালাম

বিএনপি সম্প্রীতি ও অসাম্প্রদায়িক রাজনীতি করে: আমিনুল হক

আপনারা দুর্বল নন, অপরাধীদের শক্তভাবে ধরুন: উপদেষ্টা পরিষদকে চরমোনাই পীর

পিআর পদ্ধতি ও খুনিদের অযোগ্য ঘোষণার দাবিসহ ৭ দফা সংস্কার প্রস্তাব ইসলামী আন্দোলনের

ঠাকুরগাঁও জেলা যুবদলের কমিটি বিলুপ্ত

প্রধান উপদেষ্টাকে ৬ দফা পর্যবেক্ষণ ও ১১ দফা প্রস্তাব এবি পার্টির

প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে ইসলামী আন্দোলনের প্রতিনিধিদল

এই বিভাগের সব খবর

শিরোনাম :