যৌন হয়রানির অভিযোগে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাবেক দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে এনে মানববন্ধন করেছে রাজধানীর শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি হয়।
মানববন্ধনে অংশ নেন সিনিয়র শিক্ষক হামিদা আক্তার, সহকারী শিক্ষক- আকলিমা আক্তার, সৈয়দা মেহনাজ নাইয়ারা, আলেয়া আক্তার, রেখা মন্ডল দিনাসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও অভিভাবকগণ।
মানববন্ধনে আসা বক্তারা বলেন, ২০২১ সালের ২৯ অক্টোবর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসাবে যোগদান করেন। সভাপতির দায়িত্ব গ্রহণের পর থেকে প্রভাব খাটাতে থাকেন। প্রতিনিয়ত প্রভাব খাটিয়ে শিক্ষকদের হয়রানির করায় শিক্ষার্থীদের সংখ্যা কমে গিয়েছে। নারী শিক্ষকরাও যৌন হয়রানির শিকার হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.তোফায়েল আহমদকে এসব বিষয়ে শিক্ষকরা মৌখিকভাবে জানানো হলেও তিনি কোনো প্রতিকার করেননি। পরবর্তীতে বাধ্য হয়ে স্থানীয় এমপি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বিষয়ে অভিযোগ দেওয়া হয়। পরে শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতির পদ ছাড়তে বাধ্য হন।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, রিয়াজ তার অনুসারী-সহযোগীরা এখনো বিভিন্ন শিক্ষকদের ভয়ভীতি দেখিয়ে এবং হুমকি দিচ্ছেন। তার বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তদন্তের নামে প্রহসন করেছে। তদন্তকারী ব্যক্তিরা কোথাও আমাদের বক্তব্য তুলে ধরেনি। যৌন নিপীড়নের বিষয়ে কথা শোনেননি। পুরো তদন্তে রিয়াজ উদ্দিনকে নির্দোষ প্রমাণ করেছে। এতদন্ত্রের রিপোর্ট বাতিল করে, দুর্নীতি দমন কমিশন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, স্থানীয় এমপির প্রতিনিধির সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করে পুনরায় তদন্ত্রের দাবি জানাচ্ছি।
ভুক্তভোগী শিক্ষকেরা আরও বলেন, রিয়াজের অনৈতিক কর্মকান্ডের কথা স্থানীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, স্থানীয় কাউন্সিলর, গভর্নিং বডির সদস্য, শিক্ষাথীদের অভিভাবকরাও জানেন। প্রতিষ্ঠানের অর্থ ফেরত এবং অবৈধ নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের চাকুরীচ্যুত করার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের জীবনের নিরাপত্তা দেওয়া দাবি জানাচ্ছি।
(ঢাকাটাইমস/০২অক্টোবর/জেএ/কেএম)
সংবাদটি শেয়ার করুন
রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত
রাজধানী এর সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে জিএম কাদেরের বৈঠক নিয়ে বিভ্রান্তি

অবরোধের সমর্থনে বনশ্রীতে ছাত্রদলের মশাল মিছিল

অবরোধের সমর্থনে বনানীতে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের নেতৃত্বে মশাল মিছিল

ঢাকা-১৮ আসনে খসরু চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

গুলিস্তানে ভিক্টর পরিবহনে আগুন

ফার্মগেটে ব্যস্ত সড়কে জোড়া ককটেল বিস্ফোরণ

কিউলেক্স মশা নিধনে খাল ও জলাশয় পরিষ্কার কার্যক্রম শুরু ডিএনসিসির

রামপুরায় নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে সবার দোয়া চাইলেন খসরু চৌধুরী
